রাজ্যগুলিকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ঋণদানের ক্ষেত্রে বড় ঘোষণ𝔉া করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৫০ বছর পর্যন্ত সুদবিহীন ঋণ আরও 🉐এক বছরের জন্য রাজ্যগুলিকে দেবে কেন্দ্র। তবে সেই ঋণের অর্থ পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
বুধবার তিনি ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে বলেন, পরিকাঠামো গত উন্নয়নে൩র ক্ষেত্রে শুধু সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেকেও চাইছে কেন্দ্র। তারা রাজ্যগুলি পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সামিল হোক তেমনটা চায় মোদী সরকার। সে কারণে নবগঠিত পরিকাঠামো অর্থসবিচালয় বেসরকারি বিনিয়োগ টানাতে রাজ্যগুলিকে সাহায্য করবে।
বাজেট ভাষণে অর🅷্থমন্ত্রী জানিয়েছেন, অমৃত কালের (ভারতের পরবর্তী ২৫ বছর। যে ২৫ বছর পর ভারতের স্বাধীনতা ১০০ বছরে পা দেবে। বাজেট ভাষণের শুরুতেই একে অমৃতকাল বলেছেন অর্থমন্ত্রী।) জন্য পরিকাঠামোর শ্রেণীবিভাগ এবং অর্থায়ন কাঠামো ঠিক করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হবে।
গত বছর ১৩ অক্টোবর লজিস্টিক খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী 'গতি শক্তি'--জাতীয় মাস্টার প্ল্যানের ঘোষণা করেছিলেন। যার লক্ষ্য রাজ্যগুলির সঙ্গে সমন্বিত পরিকাঠামোগত উন্নয়ন করা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটে তাকেই আরও সুর্নির্দিষ্ট লক্ষ্যমা♈ত্রায় ফেললেন। প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে।