বাম্বল অনলাইন ডেটিং অ্যাপ। সেই অ্যাপের মাধ্য়মেই এক মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল গুরুগ্রামের যুবক রোহিত গুপ্তার। ওই মহিলা নিজেকে কখনও সাক্ষ্মী কখনও আবার পায়েল♏ বলেও পরিচয় দিয়েছিলেন। ওই পায়েল রোহিতক൲ে জানিয়েছিলেন তিনি আসলে দিল্লির। কিন্তু তিনি গুরুগ্রামে মাসির কাছে থাকেন। আর সেই তরুণী কার্যত পথে বসিয়ে দিয়েছে ওই যুবককে। অনলাইন এই অ্যাপের আড়ালে যে প্রতাকরা লুকিয়ে ছিল তা বুঝতে পারেননি রোহিত।
সূত্রের খবর, গত পয়লা অক্টোবর ওই তরুণী রোহিতকে ফোন করে। এরপর রাত ১০টা নাগাদ তাকে বলে সেক্টর ৪৭ এ ডকইয়ার্ড বারের কাছে আছি। আমি দেখা করতে চাইছি। সেই মতো রোহিত তাকে নিতে🌳 যায়। এরপর মদও কেনে সে। তারপর বাড়ি আসে।
এরপর বাড়িতে আসার ⭕পরে ওই তরুণী বলেন, রান্নাঘর থেকে কিছু বরফ নিয়ে এসো। সেই সুযোগ🥀ে পানীয়র মধ্যে মাদক মিশিয়ে দেয় বলে অভিযোগ।
আর সেই পানীয় খাওয়ার পরেই বেহুঁশ হয়ে যায় ওই যুবক। এরপর তার ঘুম ভাঙে ৩ অক্টোবর। এতটাই কড়া ছিল ওই মাদক। এরপর তিনি দেখেন সোনার চেন, আইফোন ১৪, নগ🍎দ ১০,০০০ টাকা নিয়ে সে চম্পট দিয়েছে। তারপর তিনি বুঝতে পারেন তার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লাখ ৭৮ হাজার টাকা তুলে নেওয়া হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই মহিলার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। ওই মহিলার আসল পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এর পেছনে কোনও চক্র কাজ করছে কি না সেটা জানারও চেষ্টা করছে। ওই অনলাইন ডেটিং প্লাটফর্মে মনে করা হচ্ছে ওই তরুণী ভুয়ো প্রোফাইল র൲েখেছিল। এরপর টাকা পয়সা হাতিয়ে নিয়ে সে চম্পট দিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।