দুটি অনাথ আশ্রমের আবাসিকদের বার্গার খাওয়ানোর শর্তে এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই দিল দিল্লি হাইকোর্ট। মূলত এফআইআরটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে।আদালতের সিঙ্গল জাজ বেঞ্চ বিচারপতি যশমিত সিং এই এফআইআরটি খারিজ করার নির্দেশ দিয়েছেন। আসলে ওই মহিলার প্রাক্তন স্ত্রী এই ধর্ষণের অভিযোগ করেছিলেন। সাময়িক কিছু বনিবনা না হওয়াতে তাঁরা আলাদা থাকতেন।গত জুলাই মাসে তাঁরা আদালতের সামনে একটি মিমাংসায় আসেন। পাশাপাশি ওই মহিলা জানিয়েছিলেন, ধর্ষণের অভিযোগ খারিজ করা হলে তাঁর কোনও আপত্তি নেই। সেক্ষেত্রে আদালত জানিয়েছে, এই গ্রাউন্ডে ধর্ষণের অভিযোগ খারিজ করা যায়।এদিকে বিচারপতির পর্যবেক্ষণ, ২০২০ সাল থেকে এই অভিযোগ নিয়ে টানাপোড়েন চলছে। সেক্ষেত্রে পুলিশের, আদালতের প্রচুর সময় নষ্ট হয়েছে। সেকারণেই সামাজিক কিছু কাজ করার ব্যাপারে ওই ব্যক্তিকে নির্দেশ দেয় আদালত।আদালতের কাছে ওই ব্যক্তি জানান, তাঁর বার্গারের দুটি আউটলেট আছে। একটি নয়ডাতে আর অপরটি ময়ূর বিহারে।অন্তত দুটি অনাথ আশ্রমে ১০০ করে শিশু আছে। তাদের স্বাস্থ্যসম্মত ও ভালো মানের বার্গার খাওয়ানোর ব্যাপারে রাজি হয়েছেন তিনি।পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিশ্চিত করে ওই খাবারটি অত্যন্ত নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হয়েছে। তারপরই ছাড় মিলবে তাঁর। এনিয়ে ২১ নভেম্বর পরবর্তী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।