বিদেশ থেকে টাকা তুলতে পারবে না গান্ধী পরিবার চালিত দুই স্বেচ্ছাসেবী সংস্থা। মাস দেড়েক আগে রাজীব গান্ধী ফাউন্ডেশন (RGF) এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট (RGCT)-এর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA) লাইসেন্স বাতিল করে কেন্দ্র। অভিযোগ, এই দুই সংস্থাই FCRA-এর বিভিন্ন ধারা লঙ্ঘণ করেছে। বুধবার সংসদে কেন্দ্র জানাল, দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তহবিল ব্যক্তিগত মুনাফা, ভিন্ন উদ্দেশ্যে টাকা সরানো, তহবিলের উত্স এবং ব্যবহার সম্পর্কে সরকারকে না জানানো এবং উল্ল♔েখিত ব্যাঙ্ক অ🃏্যাকাউন্ট ব্যবহার না করার অভিযোগ রয়েছে।
গত ২৩ অক্টোবর FCRA আইন লঙ্ঘনের জন্য RGF-এর ꦐলাইসেন্স বাতিল করার খবর প্রকাশ্যে আসে। তার একদিন পরেই RGCT-র লাইসেন্সও বাতিল করা হয়। দুই সংগঠনেরই প্রধান প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। আরও পড়ুন: 🌠Prime Minister Gati Shakti: ভারতের সঙ্গে হাত মেলাতে আগ্রহী বাংলাদেশ ও জাꦇপান
বিজে💟পি সভাপতি জে পি নাড্ডা ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের সময়ে অভিযোগ করেন যে, আরজিএফ চিনা দূতাবাস থেকে মোট তিনবার অনুদান নিয়েছে।
রাজ্যসভায় দুই কংগ্রেস সদস্য (MP) দিগ্বিজয় সিং এবং ডঃ আমি ইয়াজনিক-এর প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্🍰র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলে🍒ন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের FCRA লাইসেন্স (RGF) বাতিল করা হয়েছে। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট, ২০১০-এর ১৪ নম্বর ধারার অধীনে এটি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১১ নম্বর ধারা এবং ১২(৪)(এ)(vi)-এর অধীনে রেজিস্ট্রেশনের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
FCRA-এর অধীনে ভারতের স্বেচ্ছাসেবী সংস্থাদের বিদেশ থেকে তহবিল সংগ্রহ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে সরকার। আগত তহবিলের উত্স ও ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রকের FCRA বিভাগের কাছে হলফনামা জমা দিতে হয় স্বেচ্ছাসেবী সংগঠনদের। এর পাশাপাশি 💜এই নীতি অনুযায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে জড়িত কোনও কাজ বাদে এই তহবিল অন্য কাজে ব্যবহার করা যায় না। এমনকি সংস্থার রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাদে অন্য কোথাও টাকা সরানো যায় না। তহবিল গ্রহণের জন্য নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টই ব্যবহার করতে ꦦহয়(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার)।
এদি🗹কে গত রবিবার এই লাইসেন্স বাতিল নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়। কংগ্রেস এটিকে দেশের আসল সমস্যার ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি সরানোর প্রচেষ্টা বলে অভিহিত করে। এদিকে ভারতীয় জনতা পার্টি (BJP) জানায়, গান্ধী পরিবার এবং তাঁদের সঙ্গে যুক্ত সংগঠনগুলি আইনের ঊর্ধ্বে নয়।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নেতৃত্বে একটি 𒊎আন্তঃমন্ত্রক কমিটি দু'টি সংস্থার বিদেশ থেকে প্রাপ্ত তহবিল যাচাই করে। তার ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক একটি রিপোর্ট জমা দেয়। এরপরেই অক্টোবরে লাইসেন্স বাতিল করার🍎 সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক এরপর আরও তদন্তে🐠র উদ্🍰দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর সঙ্গে যোগাযোগ করবে।
সিবিআই-এর অধীনে FCRA লঙ্ঘন সংক্রান্ত মামলার তদন্ত করার ক্ষমতা রয়েছে। ২০১৮ সাল থেকে একের পর এক এমন অনিয়মের তদন্তে CBI নেমেছে। তার মধ্যে অন্যতম হল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, ধর্মীয় সংগঠন তবলিগ-ই-জামাত (২০২০ সালে ত꧅দন্ত শুরু হয়)-এর বিদেশ থেকে প্রাপ্ত তহবিল।
চলতি বছরের মে মাসে, ফেডারেল এজেন্সি ঘুষের বিনিময়ে FCRA লাইসেন্সের ছাড়পত্র দেওয়ার অভিযোগে এনজিও, সরকারি আধিকারিক এবং মধ্যস্থতাকারীদের মধ্যে একটি মামলার তদন্ত শুরু করে। মে মাসে দেশের একাধিক শহরের মোট ৪০টি স্থানে ঝটিকা অভিযান চালায় CBI। মোট ৩.২১ কোটি উদ্ধার করা হয়। ছয় সরকারি কর্মচারী-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: Argentina: দুর্🦹নীতির দায়ে আর্জেন্তিনার ভাইস প্রেসিডেন্টের জেল
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে জানান, কেন্দ্র গত ৫ বছরে(২০১৭-২০২১) মোট ৬,৬꧟৭৭টি অ্যাসোসিয়েশন/NGO-র FCRA লাইসেন্স বাতিল করেছে।