প্রস্তাবিত অর্থ বিলের নতুন ধারায় উল্লিখিত অনাবাসী ভারতীয়দের (এনআরআই) নয়া সংজ্ঞার ব্যাখ্যা প্রকাশ করꦛল কেন্দ্রীয় সরকার। ওই বিল𒀰 অনুযায়ী কোনও ভারতীয় ব্যবসা অথবা চাকরির মাধ্যমে আয় না করলে ভিনদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের থেকে কর আদায় করা হবে না বলে রবিবার জানিয়েছে প্রশাসন।
🍨সেই সঙ্গে জানানো হয়েছে, ওই আইন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যাখ্যা চাইলে তা প্রস্তাবিত আইনের সংশ্লিষ্ট ধারায় অন্তর্ভুক্ত করা হবে।
বলা হয়েছে, ‘যে সমস্ত ভারতীয় নাগরিক ভিন্ন দেশে স্থায়ী ভাবꦛে কর্মরত, তাঁদের থেকে কর আদায়ের উদ্দেশে আইনি সংস্কার আনা হচ্ছে না।’
সরকারের তরফে জানানো হয়েছে, ‘সংবাদমাধ্যমের একাংশে এই নতুন আইনের এমন ব্যাখ্যা করা হয়েছে, যার সুবাদে মনে হতে পারে, যে সমস্ত ভারতীয় মধ্য🅠প্রাচ্য-সহ ভিন্ন দেশে স্থায়ী ভাবে কর্মরত রয়েছেন এবং যাঁদের থেকে সেই সব দেশে কর আদায় করা হয় না, তাঁদের আয়ের উপর ভারতে কর চাপানো হবে। এই ব্যাখ্যা একেবারে ভ্রান্ত।’
২০২০ সালের অর্থ বিলে প্রস্তাব আনা হয়েছে যে, সꦐেই সমস্ত ভারতীয়কেই দেশের নাগরিক হি✨সেবে গণ্য করা হবে, যাঁদের আয়ের উপর অন্য কোনও দেশে কর চাপানো হয় না।
এ দিন সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ‘সংশোধিত আইনে এই নতুন ধারা অন্তর্ভুক্ত করা 𝔉হচ্ছে সেই সমস্ত ভারতীয় নাগরিকের কথা মাথায় রেখে, যাঁরা ভারতে কর এড়ানোর জন্য নিম্নতর অথবা বিনা কর আদায়কারী প্রশাসনেরꦐ অধীনে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।’