একাধিক রাজ্যে ফিরেছে পুরনো পেনশন প্রকল্প (ওপিএস)। সেই পরিস্থিতিতে নয়া পেনশন প্রকল্পকে (ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস) জনপ্রিয় করে তুলতে বিশেষ ভাবনাচিন্তা করছে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, নয়া পেনশন প্রকল্পের আওতায় সরকারি কর্মচারীরা শেষ যে বেতন তুলেছিলেন, পেনশন বাবদ সেটার প্রায় ৫০ শতাংশ অর্থ নিশ্চཧিতভাবে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
এমনিতে একাধিক রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার পক্ষে দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যে সেই পথে হেঁটেছে একাধিক রাজ্যও। সেই পরিস্থিতিতে নয়া পেনশন প্রকল্প জনপ্রিয় করে তুলতে কেন্দ্র ভাবনাচিন্তা করছে বলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নয়া পেনশন প্রকল্পের নিয়মে সামান্য হেরফের করা হতে পারে। কোষাগারের উপর অত্যধিক বেশি বোঝা না চাপিয়ে নয়া পౠেনশন প্রকল্পের আওতা♈য় কর্মচারীরা যে পরিমাণ শেষ বেতন তুলেছিলেন, তার ৫০ শতাংশের মতো অর্থ পেনশন বাবদ প্রদানের বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
বর্তম💞ানে নয়া পেনশন প্রকল্পের আওতায় নিজের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন কর্মচারীরা, অবসরের সময় সেটার ৬০ শতাংশ টাকা তোলা যায়। যে টাকা তুললে কর দিতে হয় না। বাকি ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, শেষ যে বেতন তুলেছিলেন সরকারি কর্মচারী, সেটার ৩৫ শতাংশের মতো পেনশন বাবদ পাওয়া যায়। তবে সেটা যে মিলবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ পুরোটাই বাজারের উপর নির্ভর করে।
আরও পড়ুন: NPS scheme: কম ঝুঁকিতে ভালো রিটার্ꦓন চান? নজꦗরে রাখুন এই পেনশন প্ল্যান
ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা মনে করছেন যে এমনভাবে নয়া পেনশন প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হবে, যাতে অবসরের সময় একসপ্তে ৪১.৭ শতাংশ জমানো টাকা তুলতে পারেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ নিজের চাকরিꦐজীবনে নয়া পেনশন প্রকল্পে যে পরিমাণ অর্থ জমিয়েছেন কোনও সরকারি কর্মী, তিনি ৪১.৭ শতাংশ টাকা তুলতে পারবেন।
পুরনো এবং নয়া পেনশন প্রকল্পের মধ্যে কী পার্থক্য?
কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে - এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। যা নির্ধারিত ছিল। সেইসঙ্গে🐠 অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আরও পড়ুন: এবার ঘরে বসেই NPS: নয়া পরিষেবা ডাক বিভাগের