এবার কোভিড অতিমারির থাবায় অনাথ হয়ে গিয়েছে একাধিক শিশু কিশোর। বিভিন্ন মহল থেকে বার বার এনিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার এনিয়ে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে কোভিড অতিমারিতে অনাথ হওয়া শিশু কিশোরদের জন্য বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এব্যাপারে ঘোষণা করেছেন। পিএম কেয়ারস ফান্ড থেকে প্রিমিয়ামের টাকা দেওয়া হবে। এব্যাপারে অনুরাগ ঠাকুর টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন।অনুরাগ ঠাকুর টুইট করে লিখেছেন, অতিমারিতে যারা অনাথ হয়েছে সেই ১৮ বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আয়ুস্মান ভারত প্রকল্পের সূচনা করেছিলেন। ২০২১ সালের ২৯শে মে প্রধানমন্ত্রী শিশুদের জন্য পিএম কেয়ার্স ফান্ডের সূচনা করেন। ২০২০ সালে ১১ মার্চ থেকে যে সমস্ত শিশু-কিশোর বাবা ও মা দুজনকেই হারিয়েছে, অথবা লিগাল গার্জেন, দত্তকগ্রহণকারী অভিভাবকদের হারিয়েছে সেই শিশু, কিশোররা এই বিশেষ প্রকল্পের আওতায় থাকবে। কোভিড অতিমারিতে বিপন্ন শিশুদের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্যই এই বিশেষ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।