ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করে গিয়েছে চন্দ্রযান-৩। সেখান থেকে চাঁদকে কীরকম দেখাচ্ছে এবং নিজের 'চোখ' দিয়ে কীভাবে চাঁদকে দেখেছে চন্দ্রযান-৩, সেই ছবি সামনে আনল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। ভিডিয়ো হিসেবে সেই অপূর্ব মুহূর্তের ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা। রবিবার রাত ১১ টা 💃নাগꦇাদ চন্দ্রযান ৩-র বড় ‘পরীক্ষা’-র আগে প্রকাশ করা ৪৫ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ক্রমশ বড় হয়ে যাচ্ছে চাঁদ। কিছুটা নীলাভ-সবুজ লাগছে। যত সময় এগোচ্ছে, চাঁদের বুকের 'ক্ষতগুলি' তত বড় হয়ে উঠছে। যেহেতু চাঁদকে পাক খেয়ে ঘুরছে চন্দ্রযান-৩, তাই পৃথিবীর একমাত্র উপগ্রহের পাশের অংশও দেখা গিয়েছে ওই ভিডিয়োয়।
আরও পড়ুন: Chandrayaan 3 🔯Latest Update: বুক ফুলিয়ে চাঁদের পাড়ায় চন্দ্রযান-৩! এবার অপেক্ষা সফল ল্যান্ডিংয়ের
চন্দ্রযান ৩-র ইতিবৃত্ত
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 'বাহুবলী' এলভিএম৩-এম৪ রকেটে চেপে পাড়ি দেয় চন্দ্রযান-৩। শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের চন্দ্রযান। অর্থাৎ ইতিমধ্যে নিজের যাত্রাপথের দুই-তৃতীয়াংশ পার করে ফেলেছে। ইসরোর তরফে জানানো হয়েছে যে আগামী আড়াই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিকেল ৫ টা ৪৩ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। যে মুহূর্তের জন🌳্য অপেক্ষা করে আছেন কোটি-কোটি ভারতীয়। চার বছর আগে যে পর্যায়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই পর্যায় পেরিয়ে চাঁদে অবতরণের মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে আছে পুরো দেশ।
আরও পড়ুন: Gaganyaan 🀅mission: স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগ♕িয়ে গেল 'গগনযান' মিশন, উদ্ধারকাজ নিয়ে হল পরীক্ষা