চিনে শীতকালীন অলিম্পিকে টর্চ বিয়ারার হিসাবে তুলে ধরা হচ্ছে রক্তক্ষয়ী গালওয়ান যুদ্ধে অংশগ্রহণকারী এ🌸ক জওয়ানকে। যে বিষয়টি কোনও মতেই সহজে নিচ্ছে না ভারত। এদিকে, দিল্লি বিষয়টি নিয়ে ক্ষোভ জানালেও তাতে সেভাবে আমল দিতে দেখা যাচ্ছে না চিনকে। চিন জানিয়েছে অলিম্পিকের টর্চ বিয়ারার ইস্যুটি রাজন🌳ৈতিক দৃষ্টিকোণ থেকে যেন না দেখা হয়।
২০২০ সালের জুন মাসে রক্তক্ষয়ী গালওয়ান যুদ্ধে বহু ভারতীয় সেনা শহিদ হন। পাল্টা চিনের তরফেও মৃত্যুর মুখে পড়েন বহু পিএলএ জওয়ান। যে ঘটনার পরই চিনের লাদাখ আগ্রাসনকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত হয় ভারত। সেই কালপর্ব কাটিয়ে এবার চিনের শীতকালীন অলিম্পিকে টর্চ বিয়ারের হ𝔉িসাবে তুলে ধরা হচ্ছে চিনা সেনা জওয়ান কুই ফ্যাবাওকে। চিনের শীতকালীন অলিম্পিকের ১২০০ জন টর্চ বিয়ারের মধ্যে গালওয়ান যুদ্ধের এই সেনা জওয়ানও রয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অ্যাকুইনো বিমল এই অলিম্পিকের উদ্বোধন ও সমাপ্তি পর্বে উপস্থিত থাকছেন না।
২০২০ সালের ১৫ জুন গালওয়ানে ভারত ও চিনের সেনার মধ্যে প্রবল সংঘাত হয়। চিনা আগ্রাসন দমনে একচুল জমি ছাড়েনি ভারত। সেই সময় ভারতের একাধিক সেনা জওয়ান শহিদ হন। ভারতের প্রত্যাঘাতে আহত হয়েছিলেন চিনের সেনা জওয়ান কুই ফ্যাবো। তাঁর মাথায় প্রবল আঘাত লেগেছিল। তারপর সেই কুইকেই শীতকালীন অলিম্পিকে টর্চ বিয়ারার হিসাবে ময়দানে রেಌখে কার্যত কূটনৈতিক চালে কিস্তিমাত করার লক্ষ্যে রয়েছ বেজিং। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের তরফে সচিব অরিন্দম বাগচি বিষয়টিকে ন্যাক্কারজনক বলে বর্ণনা করেছেন। যদিও তাতে চিন সেভাবে আমল দিচ্ছে না বলেই জানান দিয়ে দিয়েছে বেজিং।