একবার ভেবে দেখুন! আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আর ঝরঝর করে আপনার ওপর বর্ষণ হচ্ছে পোকাꦜর! পোকা-বৃষ্টির এমন অভিজ্ঞতা যতটা শিউরে ওঠার মജতো, ততটাই ভয়ানক। তবে এই পোকা-বৃষ্টির ঘটনা বাস্তবের রূপ নিয়েছে চিনে। চিনের লিয়াওনিংয়ে এমনই পোকার বৃষ্টির ভিডিয়ো ভাইরাল হয়েছে।
যে ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, ঝরধর করে আকাশ থেকে পড়ছে পোকা। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ঘিরে তুঙ্গে আলোচনা। ছোট্ট ছোট্ট পোকা ওপর থেকে আচমকা কেন পড়ছে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। এদিকে, এলাকাবাসীদের দেখা যাচ্ছে ছাতা নিয়ে পোকা-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে। ভিডিয়োয় একটি গাড়িকে দেখা গেল। তার ওপর কিলবিলিয়ে পড়তে দেখা যাচ্ছে ওই গাড়িটির ওপর! ( কোর্ট 𓃲চত্বরে হোলির অনুষ্ঠানে 'আপত্তিকর' নাচ! নিন্দায় দিল্লি হাইকোর্ট কী জানাল?)
এখনও পর্যন্ত এমন পোকাদের বর্ষণের নেপথ্য কারণ অজানা। এদিকে, চিনের এই ঘটনায় ব্যাপক রহস্য তৈরি হয়েছে। প্রꦐশ্ন উঠছে, এমন কী ঘটল, যে আচমকা আকাশ থেকে পোকা বর্ষণ হতে শুরু করল? ‘মাদার নেচার নেটওয়ার্ক’ এর তথ্য অনুযায়ী, জা🔜না গিয়েছে, কোনও হাওয়ার বেগে ভেসে ই পোকাগুলি ওই এলাকায় গিয়ে আছড়ে পড়েছে। তাতেও সব প্রশ্নের উত্তর যে মিলছে না, তা বলাই বাহুল্য। এদিকে, বহু রিপোর্ট বলছে, এগুলি পোকা নয়, পপলার গাছের পাতা।
ভিডিয়োয় বহু বাসিন্দাকেই দেখা যাচ্ছে ছাতা নিয়ে পথ চলতে। অনেকেই অবাক হয়ে পাশে পার্ক করে গাড়ির ওপর পোকাদের টুপটাপ করে পড়ার দৃশ্🧜য দেখতে দেখতে যাচ্ছেন। বেশ কিছু রিপোর্ট বলছে, কোনও ঝড়ের কারণে এমন ঘটনা ঘটেছে। পোকাগুলি কোনওভাবে ঘূর্ণিপাকে পড়ে গিয়েছিল বলে অনেকের অনুমান। আর তার ফলেই বাতাসের তোড়ে তারা আছড়ে পড়ছে এভাবে।
এমনই এক বিরল কাণ্ড একবার হয়েছিল ফ্লোরিডায়। সেখানে মনে করা হয়েছিল, গাছের উপর থেকে ইগুয়ানারা বৃষ্টির মতো করে পড়ছে প্রবল ঠাণ্ডার জেরে। এদিকে, সাংবাজিক শেন শিউই জানাচ্ছেন, তিনি বেজিংয়ে রয়েছেন, আর এমন কোনও ঘটনা ঘটেনি, যেখানে টুপটাপ করে পোকা পড়ওতে দেখা যাচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HꦓT App থেকেও। এবার HT ꧒App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক