শনিবার বেজিংয়ে চিনের কমিউনিস্ট পার্টির বৈঠক শেষ হয়। আর রবিবার তৃতীয়বার পার্টির সর্বোচ্চ পদ পেলেন শি জিনপিং। এদিকে দল এবং দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের তৃতীয় মেয়াদ শুরু করার আগে দলের শীর্ষ নেতৃত😼্বে রদবদল করেন। তবে সেই রদবদলে মানা হয়নি অবসরের বয়স সংক্রান্ত অলিখিত নিয়ম। এই আবহে চিনের ২০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন চেন কোয়াংগুও। চিনের অন্যতম প্রভাশালী নেতা ছিলেন চেন। তিনি চিনের একমাত্র রাজনীতিবিদ যিনি তিব্বত এবং জিনজিয়াং, উভয় স্বায়ত্তশাসিত প্রদেশেই কমিউনিস্ট পার্টির প্রধান থেকেছেন।
চিনা কমিউনিস্ট পার্টিতে পদের অবসরের বয়স ৬৮ বছর ধরা হয়। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পরা চেন ৬৬ বছর বয়সি ছিলেন। এদিকে ৬৮ বছরের সীমা লঙ্ঘন করে নিজেদের পদ ধরে রেখেছেন জিনপিং ঘনিষ্ঠ অনেক নেতা। ৭২ বছর বয়সেও পদ ধরে রেখেছেন কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান ঝাং ইউক্সিয়া। এদিকে ৬৯ বছর বয়সি বিদেশমন্ত্রী ওয়াং ই নিজের পদে বহাল𓆏 থ♑েকেছেন। এদিকে লি কিয়াং, লি শি, ডিং জুয়েশিয়াং এবং কাই কিউকে চিনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন জিনপিং। নতুন পলিটব্যুরোর স্থায়ী কমিটিতে ওয়াং হুনিং এবং দুর্নীতিবিরোধী প্রধান ঝাও লেজি।
চিনের রাজনীতিতে এতদিন ধরে অলিখিত ভাবে দুই টার্মের অবসর নীতির প্রচলন ছিল। তবে এবার জিনপিংয়ের জন্য সেই প্রথা ভাঙা হল। টানা তৃতীয়বারের জন্য দলের সাধারণ সম্পাদক হলেন জিনপিং। এদিকে পাঁচবছর আগে শিনপিংয়ের ‘আস্থাভাজনদের’ তালিকায় ছিলেন চেন। জিনজিয়াংয়ে পার্টির প্রধান হিসেবে তিনি জিনপিংয়ের নীতি প্রণয়ন করছিলেন। জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে হওয়া♓ অত্যাচারের নেপথ্যে ছিলেন এই চেন। তবে এই চেন এবার কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন।