উত্তরবঙ্গ সফর শেষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন আরবসা꧂গ🐭র তীরবর্তী রাজ্য গোয়াতে। কারণ সেখানে আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন। এই রাজ্যকেই এথন টার্গেট করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে ঘাসফুল ফোটানোই এখন প্রধান কাজ। বৃহস্পতিবার আরব সাগরের উপকূলের রাজ্যে পৌঁছতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এখানে তিনদিনের একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এখান থেকে কোন বার্তা দেওয়া হয় সেদিকেই তাকিয়ে সকলে।
সূত্রের খবর, শুক্রবার সকালে গোয়ায় তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। তারপরই সেখানের মাছের বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন তিনি। এখানের স্থানীয় মন্দির এবং চার্চে যেতে পারেন তিনি। হেঁটে বেশ কয়েকটি জায়গায় যাবেন তিনি। সাধারণ মানু𒐪ষের অভাব–অভিযোগ নিয়ে কথা বলবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন এখানের প্রাক্তন মুখ্যমন্ত্রী লইনজো ফেলেইরো।
জানা গিয়েছ🎉ে, এখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তারপর দফায় দফায় বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। গোয়ার একাধিক খ্যাতনামা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন তিনি। ফুটবলার অ্যালভিটো, গায়ক রেমো ফার্নান্♒ডেজ, লাকি আলি, অভিনেত্রী নাফিস আলিরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।
সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে পি চিদম্বরম কটাক্ষ করে বলেছিলেন, গোয়ায় তৃণমূলের কোনও সংগঠন নেই। ওরা এখানে প্রান্তিক শক্তি। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, ‘গোয়ায় গিয়ে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সঙ্গে কী ধরনে𝄹র আচরণ করতে হয় গোয়ায়💝 গিয়ে শিখতে পারবেন।’