যেসব কর্মীদের কাছে কোনও প্রজেক্ট নেই, তেমন হাজার হাজার কর্মীকে ছাঁটাই করছে Cognizant Technology Solution Corps. এমনটাই অভিযোগ করেছে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন কর্মী সংগঠন। আইনি পথে যাওয়ার কথা ভাবছে এই সংগঠনগুলি। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সংস্থা।হিন্দুস্তান টাইমসের মিন্ট সংবাদপত্র জানিয়েছে যে আইটি ইউনিয়নগুলির দাবি, প্রায় ১৮ হাজার কর্মীকে বেঞ্চ করে রেখেছিল কগনিজেন্ট। সেখান থেকেই ধীরে ধীরে গণ ছাঁটাই হচ্ছে। এই দাবির সত্যতা অবশ্য যাচাই করে দেখেনি মিন্ট। আইটিতে, বেঞ্চ কর্মীর অর্থ হল যাদের হাতে কোনও প্রজেক্ট নেই। এদেরকে নন-বিলেবেল বলা হয়, অর্থাৎ এদের মাইনে কোনও ক্লায়েন্ট চোকায় না। প্রতিটি আইটি সংস্থা এরকম অল্প কিছু লোক বেঞ্চে রাখে যাতে এমার্জেন্সি কিছু হলে তারা সেখানে যুক্ত হতে পারে। কিন্তু কগনিজেন্ট বহরে এতটাই বড় যে প্রায় ১৮ হাজার লোক বেঞ্চ হয়েছিল, বলে অভিযোগ। কর্নাটক স্টেট আইটি এমপ্লয়িজ ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে। একটি বিবৃতিতে তারা বলেছে যে অনেকে তাদের কাছে সমস্যার কথা জানিয়েছেন। ফলে তারা আইনি পথে যাচ্ছেন। চেন্নাইয়ে অবস্থিত নিউ ডেমোক্র্যাটিক লেবার ফ্রন্ট জানিয়েছে কগনিজেন্ট চেন্নাই অফিসে লোকজনদের বসিয়ে রাখছে। তারপর ৪১ দিন বাদে তাদের ইস্তফা দিতে বাধ্য করছে। কগনিজেন্টে প্রায় তিন লক্ষ মানুষ চাকরি করেন যাদের অনেকেই চেন্নাইয়ে অবস্থিত। সংস্থা অবশ্য জানিয়েছে যে কোনও ছাঁটাই হয়ে থাকলে সেটি আশানুরূপ কাজ না হওয়ার জন্য। সমস্ত আইটি সংস্থাতেই পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রক্রিয়া হয়ে বলে জানিয়েছে সংস্থাটি। কগনিজেন্টের মুখপাত্র জানিয়েছে যে এরকম কোনও গণছাঁটাই হয়নি। ভারত সহ সারা বিশ্বে সংস্থা কর্মী নিয়োগ করছে বলে জানিয়েছে সংস্থা। একই সঙ্গে কর্মীদের নয়া প্রযুক্তির ওপর ট্রেনিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কগনিজেন্ট।