ফের দাম বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডারের। সরকারি সিদ্ধান্তে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের মাথায় হাত। ১ ডিসেম্বর থেকেই মহার্ঘ হতে চলেছে ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস। ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়তে চলেছে ১০৩ টাকা ৫০ পয়সা। এর জেরে ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াবে হতে চলেছে ২ হাজার ১৭৭ টাকা। তবে আম জনতার জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এই যে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থাকছে ৯২৬ টাকা। গত ডিসেম্বর থেকে বিগত প্রায় ১১ মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় প্রায় ৩০০ টাকা বেড়েছে। এর আগে ১ জুলাই ২৫ টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম। এরপর দাম বাড়ে সেপ্টেম্বরে। অক্টোবরেও মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। তবে নভেম্বরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আ বাড়েনি।