ফের বিজেপি চাইছে কংগ্রেসের যে প্রার্থীরা জয়ী হবেন তাদেরকে নিজের দলে টেনে নিতে। গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চোদাঙ্কর এই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, অন্তত বিজেপির তিনজন মন্ত্রী কংগ্রেসের একাধিক প্রার্থীকে জানিয়েছেন ভোটে জেতার পরে তারা যেন দলবদল করেন। এজন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে। কিন্তু এটা আর হতে দেব না। আর যারা এটা করতে চাইছে তাদের এবার শিক্ষা দিতেই হবে। জানিয়েছেন কংগ্রেস নেতা।তিনি বলেন, বিজেপি বুঝে গিয়েছে তারা আর জিতবেন না। সেকারণে যারা জিততে পারে সেই প্রার্থীদের এবার নিজেদের দলে টানার জন্য নানা কৌশল নিচ্ছেন। কিন্তু নতুন কংগ্রেস এবার ঐক্যবদ্ধ। এবার আর গোয়ার অর্থনীতিকে শেষ করার জন্য় বিজেপির কৌশলের শিকার হবেন না কংগ্রেসের বিজয়ী প্রার্থীরা।তিনি বলেন, আমাদের যে প্রার্থীদের বিজেপি অফার দিয়েছে তাদের নাম প্রার্থীরাই সামনে আনবেন। আমরা এনিয়ে বিজেপিকে সতর্ক করছি। এবার আর আমরা চুপ করে থাকব না। বিজেপির বিরুদ্ধে এবার বিদ্রোহ হবে। বিজেপি এই পরিস্থিতির জন্য দায়ী থাকবে। প্রসঙ্গত ২০১৭ সালে বিধানসভা ভোটে জেতার পরেও সরকার গঠন করতে পারেনি কংগ্রেস।