গতকালই কর্ণাটকে গিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীর নাম না নিয়ে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই আক্রমণের পালটা তোপ দাগল কংগ্রেস। সম্প্রতি লন্ডনে গিয়ে রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র এবং সরাকরি নীতির বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। রাহুলের সেই মন্তব্যের প্রেক্ষিতে মোদী তোপ দেগেছিলেন কংগেস সাংসদকে। এর জবাবে এবার কংগ্রেসের তরফে মোদীর উদ্দেশে প্রশ্ন, 'প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করার অর্থ দেশের বিরোধিতা কবের থেকে হয়ে গেল?' (আরও পড়ুন: 'যদি বন্ধ করে দিই...', ডিএ আন্দোলনকে 'নাটক' আখ্যা দিয়ে বিস্ফোরক🐽 ফিরহাদ)
কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে লেখেন, 'কবে থেকে আপনার নীতির নিন্দা দেশের নিন্দায় পরিণত হল? আপনি শুধু একজন প্রধানমন্ত্রী, আপনি না দেশ, না ঈশ্বর, না স্রষ্টা।' এর আগে গতকাল মোদী কর্ণাটকে দাঁড়িয়ে বলেন, 'লন্ডনের মাটি থেকে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়।' এর আগে লন্ডনে রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির অভিযোগ ছিল, লন্ডনে গিয়ে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। যগিও কংগ্রেস দাবি করে, ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও ইংল্যান্ড-আমেরিকার মতো দেশের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল। (আরও পড়ুন: ডিএ ধরনা 𝔉মঞ্চ ওড়ানোর হুমকি দিয়ে পোস্টার, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা)