প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। সেই ঊর্ধ্মুখী গ্রাফ ধরেই গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। আগের দিনের তুলনায় একলাফে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৮ হাজার। এই নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৫৫ লক্ষ ২৮ হাজার ৪ জন করোনা সংক্রামিত হলেন৷ এদিকে দেশে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ।এদিকে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬২৩৷ মহারাষ্ট্রে ১ হাজার ৯ জন, দিল্লিতে ৫১৩ জন, কর্নাটকে ৪৪১ জন, রাজস্থান ৩৭৩ জন, কেরলে ৩৩৩ জন ওমিক্রনে সংক্রামিত৷ অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৩২৭ জন করোনা সংক্রামিত প্রাণ হারিয়েছেন৷ এর আগের দিন ২৮৫ জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল৷ সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০ জন করোনা সংক্রামিত মারা গিয়েছেন৷ মৃতের হার ১.৩৬ শতাংশ৷এদিকে দেশে সক্রিয় করোনা রোগীর তালিকায় এখন দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫১ হাজারের বেশি৷ সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের মধ্যে ১০.৮৮ শতাংশ রয়েছে শুধুমাত্র বাংলায়৷ সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে সক্রিয়া করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ১৯৮।