ভূটানে ভ্রমণরত এক আমেরিকান পর্যটকের শরীরে করোনাভাইরাসের সন্ধান প🌺াওয়ার পরে তাঁর সংস্পর্শে আসা ৪০০ জনকে বিচ্ছিন্ন বা কোয়্যারান্টাইন করল অসমে সরক𒉰ার। রবিবার এই খবর জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
একা🔴ধিক টুইট মারফৎ শর্মা জানিয়েছেন, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে ওই ভাইরাসের উপস্থিতি খুঁজে পাওয়া গিয়েছে। তিনি লিখেছেন, ‘ক্রুজ জাহাজ এমভি মহাবাবু এবং কয়েকটি রিসর্ট-সহ একাধিক জায়গা থেকে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছে যাঁরা ওই পর্যটকের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের উপরে নজর রাখছেন চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্টরা।’
ভূটানে 🍌ওই মার্কিন পর্যটকের শরীরেই প্রথম কোভ𝐆িড-১৯ ধরা পড়ে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী পীযূ🐠🤪ষ হাজারিকা জানান, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের উপরে কয়েক ঘণ্টা এমভি মহাবাবু জাহাজে ওই মার্কিন পর্যটক কাটানোর কারণে সেটি যোরহাট জেলার নেয়ামতিঘাটে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
পারো উড়ে যাওয়ার আগে গত ১ মার্চ যে হোটেলে ওই পর্যটক উঠেছিলেন, তার দোতলার ১৮টি ঘর সিল করে জীবাণুমুক্ত করা হয়েছে বল🐈ে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের বিরুদ্ধে সব রকম নিরোধক ব্যবস্থা🧸 গ্রহণ করতে তৎপর হয়েছে অসম সরকার, জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।