ভারতে করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলা করতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে প্রধানমন্ত্রীর বার্𒊎তার বিষয়বস্তু নিয়ে জল্পনায় মাতল বিরোধী শিবির।
সংকট এড়াতে বাড়ি থেকে বেরোবেন না
একা꧃ন্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। পারলে সব কাজ বাড়িতে বসেই 🐎করুন। যাঁরা সরকারি কর্মচারী, সংবাদমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি বা স্বাস্থ্য কর্মী, তাঁদের বাইরে বেরোতে হতে পারে। কিন্তু বাকিদের প্রতি আমার আর্জি, দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না। বিশেষ করে যাঁরা ৬০-৬৫ বছরের বেশি বয়স্ক, তাঁরা বাড়ির বাইরে দয়া করে বেরোবেন না।
২২ মার্চ জনতা কারফিউ জারি
আপনাদের কাছে আবেদন, এই পরিস্থিতি জনতা কার্ফিউ জারি করার পথে সহায়তা করুন। ২২ মার্চ সকাল সাতটা থেকে রাত নটা অবধি জনতা কার্ফু সকাল ৭টা থেকে রা🍷ত ৯টা পর্যন্ত জারি থাকবে 🔯জনতা কারফিউ।
সংযম ও সতর্কতা জরুরি
এই মহাসংকট থেকে রক্ষা পাওয়ার ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান। তাই এই সংকটে সংযম ও সতর্কতা জরুরি। এই মহামারী থেকে রক্ষা পাও✨য়ার এই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।