Lockdown2.0- ৪ মে নয়া নির্দেশিকায় কী থাকবে? আগাম আভাস স্বরাষ্ট্রমন্ত্রকের
3 মিনিটে পড়ুন Updated: 29 Apr 2020, 11:58 PM ISTকরোনা সম্পর্কিত সব বড় খবর জানুন এক নজরে।
করোনা সম্পর্কিত সব বড় খবর জানুন এক নজরে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩২ হাজার। এদিনই পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে চ্যাপ্টা হচ্ছে করোনার কার্ভ, মোট রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১১ দিনেরও ꦑবেশি সময়। অন্যদিকে সোমবার থেকে গ্রিন ও অরেঞ্জ জোনে অনেকটাই বাধানিষেধ শিথিল করছে পশ্চিমবঙ্গ সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বুধবার রাতে জানানো হয়েছে যে চার মে থেকে অনেক জেলায় শিখিল করা হবে কড়াকড়ি। সেই সংক্রা্ন্ত নিয়ম আগামী কয়েকদিনে জানানো হবে বলেই জানিয়েছে মন্ত্রক। তবে তিন তারিখ অবধি সবাইকে চলতি নিয়ম মেনে চলতে হবে। প্রসঙ্গত দেশের প্রায় ৩০০টি জেলা করোনামুক্ত। এছাড়াও ৩০০টি এমন জেলা আছে যেখানো করোনার রেশ 🏅খুব ক্ষীণ। সেখানে অনেকাংশেই মে ৪ থেকে ছাড় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী এবার থেকে ৩০ শতাংশের বেশি টিকিট বেচতে পারবে না এয়ারলাইন্সগুলি যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না হয়। প্রতিটি সিটের মধ্যে এক থেকে দেড় মিট😼ারের দূরত্ব রাখতে হবে। চেক-ইনের সময় বৃদ্ধি কর💖তে হবে। পাশাপাশি কাউন্টারে চেক-ইন করা চলবে না। প্রাথমিক ভাবে টায়ার ওয়ান ও কিছু টায়ার টু সিটিতে বিমান চলবে। লকডাউন ওঠার পর বিমান পরিষেবা সীমিত ভাবে চালু হতে পারে, সেই অনুমানেই নির্দেশিকাগুলি পাঠিয়েছে এএআই যাতে সবাই তৈরী হতে পারে।
মুম্বইয✱়ের বস্তি অঞ্চল ধারাভিতে নতুন ১৪টি করোনা পজিটিভ রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। এর জেরে ওই এলাকায় মোট আক্রান্ত আপাতত ৩৪৪। নতুন কোনও মৃত্যুর খবর মেলেনি।
বিভিন্ন রাজ্যে আটকে পড়া কর্মহীন পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের বাড়ি ফেরার বিষয়ে সবুজ সংকেত দিল কেন্দ্র। তবে তার জন্য নতুন শর্তাবলী প্রক꧟াশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে তার জন্য কোনও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেই, জানিয়েছে প্রশাসন।
পশ্চিমবঙ্গে আপাতত ৫📖৫০ জনকরোনা অ্যাক্টিভ বলে জানিয়েছেন মুখ্যসচিব।
কোটা থেকে বিহারের ছাত্রদের ফিরিয়ে না আনলে বড়সড় লোকসান হবে নির্বাচনে, জানালেন রাজ্যের মন্ত্রী সঞ্জয় প🐷াসওয়ান। এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদক্ষেপ করা উচিত𝓀 বলেও তিনি জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই-কে।
করোনা সংক্রমণ রুখতে পঞ্জাবে আরও দুই সপ্তাহ কারফিউ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তবে প্রতিদিন সকাল ৭-১১♌ টা পর্যন্ত তা শিথিল করা হবে বলে জানিয়েছেন মুখ্🧔যমন্ত্রী।
মেঘালয়ে ৯ রোগাীর নমুনা করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেꦏ বলে টুইটারে জানালেন রাজ্যের মুখ্যংমন্ত্রী কনরাড সাংমা।
রাজস্থানে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হলেন ২৯ জন। এ পর্যন্ত এইᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ রাজ্যে সংক্রমণে প্রাণ হারিয়েছেꦯন ৫২ জন। এই তথ্য জানাল পিটিআই।
29 Apr 2020, 02:23 PM ISTকরোনা সংক্রমণ জনিত ত্রাণ তহবিল♕ গড়তে সরকারি কর্মীদের বেতন ছাঁটাইয়ের জন্য অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিল কেরালা প্রশাসন।
গত ১ এপ্রিলের নির্দেশিকার ভিত্তিতে CBSE দশম শ্রেণির পরীক্ষার দিন ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। পরীক্ষার ১০ দিন আগে দিনক্ষণ প্রকাশ কর🦩া হবে বলে জানিয়েছে CBSE। একই ভাবে সম্পূর্ণ করা হবে কেন্দ্রীয় উচ্চমাধ্যমিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। লকডাউন পরিস্থিতি পর্যালোচনার পরে এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ 🌃করা হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের সমস্ত স্থায়ী ও অস্থায়ী কর্মী, আউটসোর্সড কর্মী ও আধিকারিকদের নিজেদের ম𒆙োবাইল ফোনে সরকারি 'আরোগ্য সেতু' অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হল। কাজ শুরুর আগে প্রতিদিন তাঁদের শারীরিক অবস্থার কথা অ্যাপ মারফৎ জানাতে হবে। অ্যাপ 'নিরাপদ' সংকেত দিলে তবেই তাঁরা কোথাও যাতায়াত করতে পারবেন।
আজ থেক𝐆ে বাংলায় ফিরতে শুরু করছেন কোটায় আটকে পড়া বাংলার ছাত্ররা। প্রশাসনিক স্তরে এই উদ্যোগ নেওয়া🐻 হয়েছে।
29 Apr 2020, 11:10 AM ISTরীতি মেনে শীতে বন্ধ থাকার পরে বুধবার আবার খুলত༺ে চলেছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। এ দিন প্রথমেই পুজো দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। লকডাউনের জেরে মন্দিরে সাধারণ ভক্তসমাগমের সম্ভাবনা নেই।
মঙ্গলবার টিক🎀িয়াপাড়ার ঘটনার পরে ২৪ ঘণ্টা না কাটতেই অপসারিত হলেন হাওড়ার প💙ুর কমিশনার।
29 Apr 2020, 10:18 AM ISTলকডাউন বিধি শিথিলের জেরে এশিয়ায় বেশ কি🌠ছুটা চাঙ্গা হল শেয়ার বাজার। আমেরিকায় অপরিশোধিত তেলের দাম ওঠানামার কারণে মার্কিন সূচক WTI ১৫% পর্যন্ত বৃদ্ধি পেল। এই তথ্য জানি♎য়েছে এএফপি।
সম্প্রতি ঘরোয়া মাস্ক তৈরিরর🌟 উপরে নিষেধাজ্ঞা জারি করায় সংকটে পড়ඣেছেন মাস্ক নির্মাতা শ্রমিকরা।
29 Apr 2020, 10:09 AM ISTমানুষের বর্জ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব, জানালেন বিজ্ঞানীরা। সংক্রমণের আগাম সতর্কতা সম্পর্কেও এই পরীক্ষা গুরুত্বপূর্ণ, জানিয়েছেন তাঁরা। চিনে প্রাথমিক সংক্রমণের সময় গবেষণায় এই তত্ত্ব প্রতিষ্ঠা পেয়েছে বলে দাবি বিজ্ঞানীদে♋র।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করেꦍ ১,৮৯৭ জন করোনাভাইরাস সংক্রমণ🔜ের শিকার হয়েছেন। মারা গিয়েছে ৭৩ জন। বুধবার সকালে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।
29 Apr 2020, 07:30 AM ISTআমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাপিয়ে গেল মঙ্গলবার। সেই সঙ্গে সংক্রমণে মৃত এখনও পর্যন্ত ৫⛦৮ হাজারের চেয়েও বেশি, জানিয়েছে মার্কিন স্বাস্থ্য দফতর।