স্বাস্থ্যকর্মীদের পুরো প্রাপ্য টাকা মেটাতে হবে, বুধবার এই 🌼নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ যাতে মানা হয় সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রকে এই সংক্রান্ত নির্দেশ দিতে হবে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলদের বৃহস্পতিবারের মধ্যে।
এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বল𓆏ে যে রাজ্যদের এটা নিশ্চিত করতে🃏 হবে যে স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গা নিয়ে কোনও সমস্যা হচ্ছে না। এই সংক্রান্ত নির্দেশ দিতেও বলা হয় কেন্দ্রকে।
যারা কোভিড চিকিত্সার সঙ্গে যুক্ত, তাদের কম করে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখার কথাও বলে সুপ্রিম কোর্ট। এই সংক🍬্রান্ত নির্দেশিকা বৃহস্পতিবারের মধ্যে দিতে স্বাস্থ্যমন্ত্রককে আদেশ ⛎দেয় শীর্ষ আদালত।
রাজ্যগুলি নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন ও আইপিসির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলে সুপ্রিম ক🧸োর্ট। এক মাস সময় কেন্দ্রকে দিয়েছে আদালত রাজ্যদের থেকে এই সবꦆ আদেশ কার্যকর করানোর জন্য। তারপর ফের শুনানি হবে এই মামলায়য
গত সপ্তাহে শীর্ষ আদালত বলেছিল যে কোভিড যুদ্ধের সময় অসন্তুষ্ট সেনানী থাকলে সমস্যা। স্বাস্থ্যকর্মীদের জন্য টাকা জোগাড় করতেই হবে, সেটা স্পষ্ট করে দেয় সরকার। এদিন ফের সেই কথাই বলল সুপ্রিম কোর্ট। অনথ্যা করলে ব্যবস্থা নেওয়া হবে,﷽ জানিয়ে দিল শীর্ষ আদালত।