ম্যানকাইন্ড ফার্মার ম্ℱযানেজিং ডিরেক্টর রাজীব জুনেজা সম্প্রতি একটা শো-তে জানিয়েছেন, কোম্পানির তরফে ২৫০ কোটি টাকা দান করা হয়েছে কোভিডের ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের জন্য। রনবীর শো না♑মে একটি অনুষ্ঠানে তিনি ইউটিউবার রনবীর আলাহাবাদিয়ার সঙ্গে কথা বলছিলেন।
তিনি জানিয়েছেন, বাড়িতে এনিয়ে আমাদের বেশ তর্ক হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের অনেক রয়েছে। আমাদের দিতেই হবে। আমরা প্রথমে ভেবেছিলাম ২১ কোটি টাকা আমরা দেব। তখন আমার ছেলে আমায় বল🥃ে, তোমার তো এত বড় ব্যবসা। তোমার আরও টাকা দেওয়া দরকার। এদিকে সেই সময় খবরে উঠে আসে অক্ষয় কুমার ৫০ কোটি টাকা দিয়েছেন। এরপর আমার ছেলে এসে আমায় ওই বিষয়টা বলে। এরপর আর পেছন ফিরে তাকাইনি।
তিনি বলেন, একটা চালু কথা আছে যে যখন আপনি একহাত দিয়ে কাউকে কিছু দেবেন, দ্বিতীয় হাত যেন সেটা জানতে না পারে। কিন্তু আমার মনে হয় দ্বিতীয় হাত যেন জানতে পারে। এতে আরও অনেকে অনুপ্রাণিত হন। প্রথমেꦓ আমরা ভাবছিলাম ওই সংকটের সময় চিকিৎসকদের জন্য় কিছু করা দরকার। সেকারণে পিএম ফান্ডে দেওয়ার কথা ভাবি। অক্সিজেন সিলিন্ডারের কথাও ভাবা হয়। এরপর শুরু হয় দান। একটা আবেগের ব্যাপার। পরিবার হিসাবে আমরা এই দানের কথা ঘোষণা করি। এরপর আমরা দেখতে পাই চিকিৎসক ও নার্সরাও মারা যাচ্ছেন। এরপর আমরা গুনতে শুরু করি। কিন্তু ভুল গোনার জন্য আমরা যত দান করেছি তার তুলনায় প্রস্তাবিত দানে একটা জিরো কম ছিল। পরে মনে হয় আরও দশগুণ দান করতে হবে।
মানে প্রথ𝔉মে তারা ভেবেছিলেন ২৫ কোটি দান করবেন। কিন্তু বাস্তবে তারা দান করেছেন ২৫০ কোটি। ꦓ;
তিনি বলেন, পুলিশ, নার্স , চিকিৎসক যারা মারা যাচ্ছিলেন তাঁদের প♓রিবারের পাশে থাকার ব্যাপারে চিন্তাভাবনা করি।
বিল গেটস ও তাঁর পরিবারের দানের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, একজন সফল ব্যবসায়ীকে সমবেদনা সম্পন্ন মানুষ হতে হয়। কোভিডের সময় আমরা বহুজনকে হারিয়েছি। অতিমারির সময় আমরা যে কর্ম༒ীদের হারিয়েছি সেই পরিবারকে ১৩ বছরের স্য়ালারি আমরা দিয়েছি। যদি আপনি তাদের পরিবারের সদস্য় হিসাবে ভাবেন তবে এটা আপনাকে এটা করতেই হবে।