ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর ২০২২-এ মোট ১২ দিন ব্যাঙ্ক ছুটি থাকছে। তবে তার মানে এই নয় যে সব রাজ্যেই এতদিন ছুটি থাকবে। অঞ্চল বিশেষে বিভিন্ন স্থানে ব্যাঙ্কের ছুটির দিন আಌলাদা। তাই সম্পূর্ণ তালিকা দেখা পাশাপাশি দেখুন, আপনার এলাকায় ঠিক কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি থাকছে। তাহলেই সমস্ত বিভ্রান্তির অবসান।
মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার নিয়মমাফিক ব্যাঙ্ক ছুটি থাকে। তার অন্যথা হচ্ছে না। আগামী ১০ ডিসেম্বর দ্বিতীয় শনিবার পড়ছে। অন্যদিকে চতুর্থ শনিবার পড়ছে আগামী ২৪ ডিসেম্বর। কোনও মাসে ৫টি শনিবার থাকলে সেক্ষেত্রে পঞ্চম শনিবার কার্যদিবস হিসাবে ধরা হয়। আরও পড়ুন: Bank Weekly Holidays: এবার থেকে প্রতি সপ্তাহেই দু’দিন করে ছুটি থাকবে ব্যাঙ্꧑কে, প্রায় পাক🍷া সিদ্ধান্ত
বেশিরভাগ চাকুরিজীবীর জন্য ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ মাস। অনেকেই এই সময়ে বকেয়া ছুটি কাজে লাগিয়ে বেড়াতে যান। তাছাড়া প্রতি বছর ডিসেম্বর মাসে বড়দিনের আমেজ থাকে। স্বাভাবিকভাবেই সেইদিন সরকারি ছুটি। ২৫ ডিসেম্বর দেশের প্রায় সব প্রান্তেই পালিত হয়। বহু বেসরকারি প্রতিষ্ঠানেও বড়দিনের জন্য ছুটি থাকে। ক্রিসমাস ছাড়াও, ২০২২ সালের ডিসেম্বরে বেশ কিছু রাজ্য-নির্দিষ্ট আঞ্চলিক ছুটি রয়েছে। এই দিনে ব্যাঙ্কের শাখায় গ্রাহক পরিষেব𝓡া বন্ধ থাকবে। কিন্তু অনলাইন প⛄রিষেবা, এটিএম-এর নেই।
১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার: রাষ্ট্রীয় উদ্বোধন দিবস/আদিব💞াসী বিশ্বাস দিবস। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে ছুটি থাকবে।
৩ ডিসেম্বর ২০২২, শনিবার: বিশ্ব প্র💛তিবন্ধী দিবস/সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব। ত্রিপুরা ও গোয়ায় ছুটি।
৫ ডিসেম্বর ২০২২, সোমবার: শেখ মহম্মদ আবদুল্লাহ জয়ন্তী।𝔉 জম্মু ও কাশ্মীরে ছুটি থাকবে।
১২ ডিসেম্বর ২০২২, সোমবার: পা তোগান নেংমিনজা সাংমা, মেঘালয়ে ছুটি।
১৮ ডিসেম্বর ২০২২, রবিবার: ইউ সো সো থাম/গুরু ঘাসীদাস জয়ন্তীর মৃত্যুবার্ষিকী। মেঘালয়, চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ🐬 থাকবে।
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার: গোয়া মুক্তি দিবস। গোয়ায় ছুটি থাকবে।
২৪ ডিসেম্বর ২০২২, শনিবার: বড🍸়দিনের আগের দিন। মিজোরাম এবং মেঘালয়ে ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার:꧒ ক্রিসমাস ডে। এইদিন সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ ডিসেম্বর ২০২২, সোমবার: শহীদ উধম সিং জয়নꦛ্তী। হরিযꦍ়ানায় ব্যাঙ্ক ছুটি থাকছে।
২৬ ডিসেম্বর ২০২২, সোমবার: বড়দিনের ছুটি। মিজোরাম𝐆, মেঘালয় ও তেলেঙ্গানায় ছুটি থাকবে।
৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার: তমু লোসাꦰর/উ কিয়াং নাংবাহ। সিকিম ও মেঘালয়ে ব্যাঙ্♎ক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ২০২২, শনিবার: নতুন বছর শুরুর আগের দিন। শুধুমাত্র মণিপুরে ছুটি।