Chicken Biriyani: ‘ভুল করছেন’, দিওয়ালির আগে চিকেন বিরিয়ানি অর্ডায় দেওয়ায় ডেলিভারি এজেন্টের ধমক ব্যক্তিকে, খবরে দিল্লি
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2024, 09:40 AM ISTব্যক্তির দাবি, ওই এজেಞন্টের রꦆাগ দেখে বেশ ভীত হয়ে যান।
ব্যক্তির দাবি, ওই এজেಞন্টের রꦆাগ দেখে বেশ ভীত হয়ে যান।
চলছে উৎসবের মরশুম। আনন্দে গা ভাসিয়েছে গোটা দেশ। এরই মাঝে রেডিট-এ দিল্লির এক ব্যক্তি দাবি করেছেন, তিনি দিওয়ালির আগে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। যে ডেলিভারি এজেন্ট তাঁকে সেই বিরিয়ানি দিতে এসেছিলেন, তিনি পাল্টা ধমক দেন, এই অর্ডারের জন্য। দিল্লির ওই ব্যক্তির দাবি, তাঁর ♑খাবার পছন্দের কারণ ঘিরে ছিল এমন ধমক।
রেডিট-এ ওই ব্যক্তি জানান, অন্যান্য আর চার পাঁচটা দিনের মতোই অনলাইনে অর্ডার করা খাবার দিতে এসেছিলেন এক এজেন্ট। 🦂আর চার পাঁচজনের মতোই এই এজেন্ট খাবারের অর্ডার দিয়ে ওটিপি চান। তারপর কোড দেওয়ার পর ওই ডেলিভারি এজেন্ট চলে যাননি। ক্রমাগত তিনি ধমক দিতে থাকেন বলে দিল্লির ওই ব্যক্তির অভিযোগ। ধমকের সুরে ওই ব্যক্তিকে ডেলিভারি এজেন্ট বলতে থাকেন, ‘ইয়ে বহত গলত কর রহে হো আপ, ঠিক নেহি হ্যায়।’ অর্থাৎ বকাঝকা করতে শুরু করে ওই ডেলিভারি এজেন্ট বলতে থাকেন, যা করছেনꦦ তা খুবই ভুল করছেন, একদমই ঠিক কাজ করছেন না।