ডাইরক্টেরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এবার কেদারনাথে🧸 তীর্থযাত্রীদের বহনের কাজে নিযুক্ত পাঁচটি হেলিকপ্টার অপারেটরকে মাথাপিছু ৫ লাখ টাকা করে জরিমানা করল। ফ্লাইং রেকর্ডে নানা অনিয়মের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
সুরক্ষা সংক্রান্ত বিধি লঙ্ঘন করার অভিযোগে আরও দুটি অপারেটরের আধিকারিকদেরও তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত জুন মাসে একটি অ൩ডিট করা হয়েছিল। এরপরই অনিয়মের বিষয়টি সামনে আসে।
উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক জানিয়েছেন, ডিজিসিএর ডিরেক্টর জেনারেল স্পট চেক করার জন্য একটি টিম তৈরি করেছিলেন। বিশেষত যে হেলিকপ্টারগুলি কেদারনাথে ব্যবহার করা হয়েছিল সেগুলিকে স্পট চেক করা হয়। গত ৭ ও ৮ জুন এগুলি স্পট চেক করা হয়। তারপ🍌রই নিয়ম ভাঙার বিষয়টি সামনে আসে।
ইতিমধ্যেই দেখা গিয়েছে পাঁচটি অপারেটর তাদের লগ বুকে ফ্লাইং রেকর্ডটি ঠিক🌊ঠাক নথিবদ্ধ করেনি। ডিজিসিএর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার এমনটাই জানিয়েছেন।
জয়েন্ট স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানেনি দুটি অপারেটর। তবে সেই অꦏপারেটরের নাম সামনে👍 আনেনি ডিজিসিএ।
প্রসঙ্গত কেদারনাথ যাত্রায় তীর্থযাত্রীদের অনেকের পক্ষে দুর্গম রাস্তায় হাঁটা সম্ভব হয় না। সেক্ষে🌟ত্রে তাঁরা হেলিকপ্টারে করে যান।