Muhurat Trading 2022: ব🐠িএসই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকে বৃদ্ধি। সোমবার 'মুহরত' সেশনের আভাস আসতে শুরু করেছে শেয়ার বাজারে। ১ শতাংশেরও বেশি বেড়ে সূচকগুলি এই বিশেষ ট্রেডিং সেশন শুরু করেছে।
এই 'মুহরত সেশন' আবার কী?
সন্ধ্যা ৬:১৫ থেকে ৭:১৫ পর্যন্ত এই 'শুভ সময়' নির্ধারিত। আসলে, এই 'মুহরত' বা শুভ সময়ে শেয়ার কেনাবেচাকে ভাল বলে মনে করেন ♓অনেক বিনিয়োগকারী। ঠিক যেমন ধনতেরাসের সোনা কেনার ক্ষেত্রে বিবেচিত হয়। মনে করা হয়ဣ, এই সময়ে বিনিয়োগ করলে ভাল রিটার্ন মিলতে পারে।
অন্য দিনে শেয়ার বাজারে দুপুর সাড়ে তিনটেয় ক্লোজ হয়ে যায়। তবে এই বিশেষ ট্রেডিং সেশনের ব্যাপারই আলাদা। বহু বিনিয়োগকারীই সারা বছরের সিংহভাগ বিনিয়োগের জন্য এই সেশনকে বেছে নেꦗন।
এক ঘণ্টার এই বিশেষ সেশনটি আসলে, নতুন হিন্দু হিসাবဣ বছরে🅠র ভিত্তিতে শুরু করা হয়। সেই হিন্দু হিসাব বছর হিসাবে এখন সংবত ২০৭৯-এর সূচনা হল। মুহরত ট্রেডিং-এর মাধ্যমে প্রতি বছর দীপাবলিতে ভারতীয় স্টক এক্সচেঞ্জ একটি প্রতীকী বিশেষ সেশন চালু করে।
এই বিশেষ ট্রেডিং সেশনটি হিন্দু 'পঞ্চং' অনুসরণ করে খোলা 🦂হয়। এই সময় থেকেই দীপাবলির উদযাপন শুরু হয়। মুহরত ট্রেডিংকে ভারতীয় ব্যবসায়ী মহল খুব শুভ বলে মনে করেন। তাঁদের বিশ্বাস, এই সময়ে বিনিয়োগ করলে, তাতে ভাগ্যদেবতা প্রসন্ন হন। সারা বছর ধরে সমৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধি আসে। আর সেই ভাবনা থেকেই এই বিশেষ সেশন। বিশ্বের আর কোনও দেশে এমন অভিনব, সংস্কৃতির সঙ্গে জড়িত শেয়ার বাজার সেশন আছে কিনা, তাই নিয়ে সন্দেহ রয়েছে।
শুরু হয়ে গিয়েছে
সন্ধ্যা ৬.১৫ নাগাদ S&P BSE সেনসেক্স 650.71 পয়েন্ট (১.১০ শতাংশ) বেড়ে 59,957.86-তে ট্রেড করছে। এই সময়ে নিফটি 50 মোট 191.80 পয়েন্ট (1.09 ✅শতাংশ) বেড়ে 17,768.10-তে ট্﷽রেড করছে।
সেনসেক্সে, লারসেন অ্যান্ড টুব্রো (L&T), বাজাজ ফিনসার্ভ, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (HDFC), NTPC, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া, পাওয়ার গ্রিড এবং এশিয়ান পেইন্টসের শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে। জনপ্রিয় শেয়ারগুলির মধ্যে যদিও হিন্দুস্তান ইউনিলি♊ভার (HUL) কিছুটা পড়েছে।
এই বিশেষ ট্রেডিং সেশনের শুরুতে HDFC সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ এবং প্রভুদাস লিল্লাধরের মতো ভারতীয় ব্রোকারেজ সংস্থাগুলি বিগ ক্যাপ থেকে শুরু করে স্মল ক্যাপ- বেশ কিছু নির্দিষ্ট স্টকে✨র সুপারিশ করেছে।
আইআইএফএল সিকিউরিটিজের অনুজ গুপ্ত বলেন, বেশ কিছু স্টক সম্প্রতি ভাল রিটার্ন জিয়েছে। আগামিদিনেও ত্রৈমাসিকের ভাল ফলাফল থাকবে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও কিছু স্টক ধীরে ধীরে উঠতে শুরু করেছে। তিনি মোট ৫টি শেয়ারের সুপারিশ করেছেন। তাঁর ধারণা, আগামী ১ বছরে๊র মধ্যে এগুলি টাকা দ্বিগুণ পর্যন্ত করতে পারে। ক্লিক করুন এই লিঙ্কে, আর জেনে👍 নিন তাঁর সেই সুপারিশকৃত শেয়ার কোনগুলি।