ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা (FEMA) মামলায় এবার বড়সড় বিপাকে ইন্ডি জোটের ডিএমকে সাংসদ এস জগৎকৃষ্ণাণ। জগৎকৃষ্ণাণ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৯০৮ কোটি টাকা জরিমানা ধার্🐽য করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। ইতিমধ্যেই এই কেন্দ্রীয়✅ সংস্থা ৮৯ কোটি মূল্যের বাজেয়াপ্ত সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদ্য চেন্নাইতে ইডি একটি তদন্ত শুরু করেছিল ব্যবসায়ী তথা ডিএমকে সাংসদ জগৎকৃষ্ণানের বিরুদ্ধে। মামলা ছিল ফেমা আইনের আওতায়। তিনি ছাড়াও তাঁর পরিবারকে কেন্দ্র করেও এই মামলা দায়ের হয়েছে। এছাড়াও তাঁর সঙ্গে সম্পর্কিত বহু ভারতীয় সংস্থার বিরুদ্ধেও তদন্তে নামে ⭕ইডি। সেই তদন্তে নেমে ওই ডিএমকে সাংসদের ৮৯.১৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। পরে তা অন্তর্ভূক্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ৯০৮ কোটির জরিমানা ধার্য হয়েছে ওই সাংসদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ৭৬ বছর বয়সী জগৎকৃষ্ণাণের রয়েছে বিপুল ব্যবসায়িক দিক। তিনি আরাক্কোনাম লোকসভা কেন্দ্রের সাংসদ।
( Ganesh Chaturthi 2024 Tithi: গণেশ চতুর্থী ২০২�🌸�৪ আর ক'দিন পরই রয়েছে! পুজোর শুভ সময়, তারিখ দেখে নিন)
(Kaushiki Amavasya 2024: কৌশ🏅িকী অমাবস্যা ২০২৪ আসছে খু🧜ব শিগগিরই! রইল তিথি, তারিখ )
গত ২০২১ সালে এজেন্সির তরফে জগৎকৃষ্ণাণ ও তাঁর পরিবার এবং তাঁর সম্পর্কিত সংস্থাগ🌜ুলির বিরুদ্ধে ফেমা কেসে অভিযোগ♎ দায়ের করেছিল ইডি। ফেমা সংক্রান্ত নানান নিয়ম লঙ্ঘনের অভিযোগ ছিল ইডির তরফে। ২০১৭ সালে সিঙ্গাপুরের একটি শেল কোম্পানিতে ৪২ কোটি টাকা বিনিয়োগ, এছাড়াও সিঙ্গাপুরের শেয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া, শ্রীলঙ্কার এক সংস্থায় ৯ কোটি টাকা বিনিয়োগ সহ একাধিক অভিযোগ রয়েছে জগৎকৃষ্ণাণের বিরুদ্ধে। অভিযোগে ১১ সেপ্টেম্বর, ২০২০-এ জব্দ করা সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি করা হয়েছে। ইডি বলছে, নিয়ম লঙ্ঘন নিয়ে যে অভিযোগ রয়েছে ও যে উত্তর এসেছে, তাতে নিয়ম লঙ্ঘনের বিষগুলি স্পষ্টভাবে সামনে এসেছে। এই তথ্য দিয়েছে ইডি।