পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করার পরেই ২৪টি বিমানবন্দর বন্ধ করে দিল ভারত। যে বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলির সবই উত্তর বা পশ্চিম ভারতে (ভারত এবং পাকিস্তান সীমান্ত থেকে খুব দূরে নয়) অবস্থিত। তবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলার পরে ভারতের সব বিমানবন্দরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছিল, তা পুরোপুরি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এয়ার ইন্ডিয়া, আকাসা এয়ার ও স্পাইস জেটের মতো উড়ান সংস্থার তরফে যাত্রীদের বিমান ছাড়ার কমপক্ষে তিন ঘণ্টা এয়ারপোর্টে আসার পরামর্শ দিয়েছে। তাছাড়াও অন্যান্য উড়ান সংস্থার তরফেও যাত্রীদের হাতে কিছুটা সময় নিয়ে বিমানবন্দরে আসতে বলা হয়েছে।
বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে বন্ধ চেক-ইন, বলল এয়ার ইন্ডিয়া
বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই পরিস্থিতিতে দেশজুড়ে যাত্রীদের বিমান ছাড়ার কমপক্ষে তিন ঘণ্টা আগে নির্দিষ্ট বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে চেক-ইন বা বোর্ডিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। আর বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে চেক-ইন বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: ৩ সামরিক ছাউনিকে ‘টার্গেট’ পাকিস্তানের! ‘জন্নত’ দেখাল ভারত, খারিজ আত্মঘাতী হামলার দাবি
ইন্ডিগো, আকাসা এয়ারের তরফে কী বলা হল?
একইভাবে বিমান ছাড়ার কমপক্ষে তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্পাইসজেট। ইন্ডিগোর তরফে সেরকম কোনও সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যাত্রীদের কিছুটা আগেই বিমানবন্দরে আসার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: 'আমরা হামলা চালাইনি', দাবি পাক প্রতিরক্ষামন্ত্রী, তাহলে কি আপনা-আপনি উড়ল ড্রোন?
আবার আকাসা এয়ারের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে আসতে হবে। চেক-ইন ব্যাগপত্তর ছাড়া সাত কিলোগ্রামের হাতব্যাগ নিয়ে যেতে পারবেন। দ্বিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা পেরিয়ে প্রত্যেক যাত্রীকে বিমানে উঠতে হবে।
আরও পড়ুন: 'পাকিস্তান ৫ ভাগে ভেঙে যাবে, ওদের সময় শেষ হয়ে এসেছে', হুংকার প্রাক্তন অফিসারের
ভারতের কোন ২৪টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে?
১) চণ্ডীগড়।
২) শ্রীনগর।
৩) অমৃতসর।
৪) লুধিয়ানা।
৫) ভুনতার।
৬) কিষেনগড়।
৭) পাটিয়ালা।
৮) শিমলা।
৯) কাংড়া-গাগল।
১০) ভাটিন্ডা।
১১) জয়সলমের।
১২) যোধপুর।
১৩) বিকানের।
১৪) হালওয়ারা।
১৫) পাঠানকোট।
১৬) জম্মু।
১৭) লেহ।
১৮) মুন্দ্রা।
১৯) জামনগর।
২০) হিরাসা (রাজকোট)।
২১) পোরবন্দর।
২২) কেশোদ।