রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনই থেমে যাবে তেমন কোনও লক্ষণ মিলছে না। যুদ্ধে যেমন হয় একের পর এক ক্ষয়ক্ষতি হচ্ছে এলাকায়। এদিকে বর্তমানে আবাসিক এলাকায় এই যুদ্ধের ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। এদিকে সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা𝕴 গিয়েছে একটি ইউক্রেনের ড্রোন সারাতোভের আবাসিক এলাকায় আঘাত হানে। এই ধরনের আঘাত অনেকটা ৯-১১ হানার মতো মনে হচ্🤪ছে অনেকের।
রাশ💎িয়ান🤡 রিজিওনাল স্বাস্থ্য মন্ত্রক স্পুটনিককে জানিয়েছে, চারজন আহত হয়েছে এই ড্রোন অ্যাটাকে, রাশিয়ার শহর সারাতোভে এই ঘটনা হয়েছে। তার মধ্যে একজন মহিলাও জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, একজন মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারাতোভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 🧸অপর তিনজন জখমকে ঘটনাস্থলেই 💧চিকিৎসা করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে ঘুরছে সেই𒁃 ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে একটি বহুতলে একটি ড্রোন হানা হয়। এর জেরে ওই বহুতলের প্রচুর ক্ষতি হয়েছে।🎶 এদিকে এই ড্রোন হানার পরেই স্থানীয় বিমানবন্দরে বিমান ওঠানামা পুরো বন্ধ করে দেওয়া হয়। এয়ারপোর্টের প্রেস সার্ভিস স্পুটনিককে জানিয়েছে।
সারাতভ রিজিয়ন গভর্নর রোমা🌄ন বুꦑসারগিন জানিয়েছে ওই আবাসন থেকে প্রচুর চাঙর ভেঙে পড়েছে।