গতকাল থেকেই ব্যাঙ্কের টানা ছুটি শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কর্মꦺদিবসেও ব্যাঙ্কে তালা ঝুলবে আজ। শুধু আজকেই নয়, এই সপ্তাহে ল𝕴াগাতার ছুটি থাকবে ব্যাঙ্কে। একনজরে দেখে নিন পুজোর ছুটির পর ফের কোথায় কবে ব্যাঙ্ক খুলবে।
দুর্গাপুজোর অষ্টমী উপলক্ষে কলকাতা, পটনা, রাঁচী, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর এবং ইম্ফলে ৩ অক্টোবর সমস্ত ব্যাঙ্ক ༒বন্ধ থাকবে। এদিকে আগামিকাল, ৪ অক্🔯টোবরও ব্যাঙ্ক বন্ধ থাকছে কলকাতা, আগরতলা, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচী, পটনা, রাঁচী, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, শিলং এবং তিরুঅনন্তপুরমে। দুর্গাপুজোর নবমী ছাড়াও এদিন রয়েছে আয়ুধ পুজো, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব।
এদিকে বিজয়া দশমী, দশেরা, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব উপলক্ষে ইম্ফল ছাড়া দেশের সব শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে ৫ অক্টোবর। এদিকে ৬ অক্টোবর এবং ৭ অক্টোবর গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে ‘দশইন’ বা ‘বাঙালির দশমী’ উপলক্ষে। মিলাদ-ই-শেরিফ বা ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ভোপ﷽াল, জম্মু, কোচী, শ্রীনগর এবং তিরুঅনন্তপুরমে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে ৮ অক্টোবর। তাছাড়া ৮ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবারও বটে। তাই বাকি দেশেও ব্যাঙ্ক বন্ধই থাকবে। এদিকে ৯ অক্টোবর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এরপর ১৩ অক্টোবর, বৃহস্পতিবার করবা চৌথ উপলক্ষে হিমাচল প্রদেশের সিমলায় ব্যাঙ🎶্ক বন্ধ থাকবে। মহম্মদের জন্মদিন উপলক্ষে শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে শুক্রবার ১৪ অক্টোবরও। এদিকে কাটি বিহু উৎসব উপলক্ষে গুয়াহাটিতে ১৮ অক্টোবর বন্ধ থাকবে ব্যাঙ্ক। কালী পুজা, দীপাবলি, নরক চতুর্দশী উপলক্ষে ২৪ অক্টোবর দেশের প্রায় সব শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। লক্ষ্মী পুজো, দীপাবলি, গোবর্ধন পূজা উপলক্ষে ২৫ অক্টোবরও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এরপর গোবর্ধন পুজো, বিক্রম সম্বন্ত নববর্ষের দিন, ভাই ফোঁটা, দিওয়ালি (বালি প্রতিপদ), লক্ষ্মীপুজো উপলক্ষে ২৬ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরাখণ্ড, সিকিম, উত্তরপ্রদেশে। অধিগ্রহণ দিবস উপলক্ষে ২৬ অক্টোবর ছুটি থাকবে জম্মু এবং শ্রীনগরেও। এদিকে ২৭ অক্টোবরও 💞ভাই ফোঁটা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিম, মণিপুর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে। এরপর বল্লভভাই প্যাটেলের জন্মদিন এবং ছট পুজো উপলক্ষে গুজরাট, বিহার এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।