গোটা দেশজুড়ে ধূমধাম সহকারে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজোর আনন্দে মেতেছেন সাধারণ🅘 মানুষ। তবে উত্তরপ্রদেশের বিসরাখ গ্রামে কিন্তু দুর্গাপুজো উপলক্ষ্যে এতটুকু আনন্দ হয় না। আসলে রাবণ বধ এখানে কার্যত দুঃখ বয়ে আনে।
দিল্লি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর প্রদেশের একটি গ্রাম বিসরাখ নিজেকে রাবণের জন্মস্থান বলে মনে করে, গ্রামবাসীরা নিজেদেরকে রাবণের বংশধর হিসাবে গণ্য করে। তার জেরেই রাবণের মৃত্যু মেনে নিতে🐼 পারেন না তাঁরা।
কুম্ভকর্ণ, রাবণ ও তাঁর পুত্র মেঘনাথের কুশপুত꧂্তলিকা পোড়ানোর মধ্য দিয়♊ে যখন দেশের বাকি অংশ আনন্দ পাচ্ছে, তখন বিসরাখের গ্রামবাসীরা রাবণের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার জন্য প্রার্থনা করছেন।
বিসরাখের গ্রামবাসীরা বিশ্বাস করেন যে রাবণ তাঁর জ্ঞান এবং খলনায়ক হওয়ার পরিবর্তে ভগবান শিবের প্রতি ভক্ত🔜িপূর্ণ বিশ্বাসের জন্য শ্রদ্ধার যোগ্য। একই সময়ে, তারা এখনও ভগবান রামের কাছে প্রার্থনা করে, কারণ তিনি একজন দেবতা।
গ্রামের বহু রীতিনীতির মধ্যে একটিতে দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানোর ভয়ে মানুষ রামলীলা উদযাপন ক꧒রে না। দশেরার সময় তারা বিসরাখ রাবণ মন্দিরে পুজো দেয়।