ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের সেক্রেটারির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ 'হিসাব বহির্ভূত' টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোশ্যাল মিডিয়ায় শেয়🅠ার কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরা ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চক বিল্ডিংয়ের একটি ঘরে বড় ব্যাগ থেকে নোটের বান্ডিল নিচ্ছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাঁচিতে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত🌟্রী আলমগীর আলমের প্রাইভেট সেক্রেটারি সঞ্জীব লালের বাড়িতে এখনও নোট গোনা চলছে।
ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের সঙ্গে যুক্ত গৃহপরিচারিকার কাছ থেকে🐻 প্রচুর টাকা উদ্ধার করল ইডি
ইডির তল্লাশির প্রতিক্রিয়ায় প্রধ𒁏ানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঝাড়খণ্ডে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে, এটাই জনগণের কাছ থেকে চুরি করা টাকা।
আল🐭মগীর আলম হলেন ৭০ বছর বয়সি এক কংগ্রেস নেতা। তিনি বর্তম♑ানে ঝাড়খণ্ড সরকারের গ্রামোণ্ণয়ন দফতরের মন্ত্রী।
- আলমগীর আলমের একান্ত সচিব সঞ্জীব লালের এক গৃহকর্মীর বিরুদ্ধে অভিযোগ। ৭০ বছরের কংগ্রেস নেতা আলম ঝাড়খণ্ড বিধানসভার পাকুড় আসনের প্রতিনিধি।
- আলমগীর আলম বলেন, এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য নেই। আমি টিভি দেখছি এবং সেখানে লেখা আছে যে প্রাঙ্গণটি সরকার কর্তৃক আমাকে দেওয়া অফিসিয়াল পিএসের (প্রাইভেট সেক্রেটারি) সঙ্গে যুক্ত।
- ইডি সূত্রে খবর, নোট কাউন্টিং মেশিন দিয়ে নগদ গোনার জন্য ব্যবহার করা হয়েছে, যাতে সঠিক পরিমাণ ২০-৩০ কোটি টাকা হতে পারে।
- সূত্রের খবর, নগদ টাকা মূলত ৫০০ টাকা এবং কিছু গয়নাও উদ্ধার করা হয়েছে।
- গ্রামোন্নয়ন দফতরের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার রামের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা ঘিরে এই তল্লাশি চলছে।
- গত বছরের এপ্রিলে এক বিবৃতিতে ইডি অভিযোগ করে, রাঁচির গ্রামীণ পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার রাম টেন্ডার বণ্টনের বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে কমিশনের নামে অপরাধ থেকে আয় করেছেন।
- ঝাড়খণ্ডের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) অভিযোগের ভিত্তিতে বীরেন্দ্র কুমার রামের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে।
- ওড়িশার নবরংপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে নোটের পাহাড় দেখা যাচ্ছে। লোকে বলছে উনি চুরি করেছেন আর টাকা মোদী নিয়ে যাচ্ছেন। এখন আমাকে বলুন, আমি যদি তাদের চুরি বন্ধ করি, তাদের উপার্জন বন্ধ করি, তাদের লুঠ বন্ধ করি, তারা কি মোদীকে গালি দেবে না? তবে আমি কি এই কাজটি করব না?..."
(এজেন্সিগুলির ইনপুট সহ)