জোড়া ধাক্কায় ভারতে বেড়েছে ভোজ্যতেলের দাম। সেই পরিস্থিতিতꦕে কিছুটা রেহাই দিতে ভোজ্য তেলের উপর শুল্ক কমানোর বিষয়ে ভাবন🐼াচিন্তা করছে কেন্দ্র। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে কয়েকজন আধিকারিক জানিয়েছেন যে অপরিশোধিত প🉐াম তেল আমদানি করা হয়, তার উপর থেকে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত সেস কমানোর বিষয়ে আলোচনা চলছে। সেস কমিয়ে কতไ শতাংশ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: ভোজ্য তﷺেলের দাম কি বাড়বে? কতটা স্টক আছে মে মাসে? কী করল কেন্দ্র? সবটা জানুন
ইতꦕিমধ্যে অপরিশোধিত পাম তেলের উপর শুল্ক কমিয়েছে। তবে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত সেস কমানো হবে কিনা, সে বিষয়ে কেন্দ্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখপাত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি।ღ প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকেরও।
উল্লেখ্য, ভারতে যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন হয়, তার ৬০ শতাংশই আমদানি করা হয়। তার ফল🅰ে বিদেশের বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে দাম বৃদ্ধি পায় বা হ্রাস প💧ায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে সূর্যমুখী তেলের আমদানির ক্ষেত্রে ধাক্কা খেয়েছিল ভারত। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই নিজেদের ঘরোয়া বাজারের ‘স্বার্থরক্ষার’ জন্য অপরিশোধিত পাম তেলের রফতানি বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। যা বিশ্বের সবথেকে বড় অপরিশোধিত পাম তেলের রফতানিকারক দেশ ছিল।