গত তিনবছরে কতজন হাতির হানায় মারা গিয়েছেন? এবার কেন্দ্রীয় পরিবেশ দফতরের মন্ত্রক এনিয়ে তথ্য পেশ করল লোকসভায়। সেই তথ্য অনুসারে দেখা যাচ্ছে গত তিনবছরে ১ হাজার๊ ৫৭৮জন হাতির হানায় মারা গিয়েছেন। শুধু ওড়িশাতেই মারা গিয়েছেন ৩২২জন।
কেন্দ্রীয় পরিবেশ দফতরের মন্ত্রক জানিয়েছে ২০১৯-২০ সালে ১৬টি রাজ্যে মোট ৫৮৫জনের মৃত্যু হয়েছে। ২০২০-২১ সালে মোඣট ৪৬১জনের মৃত্য়ু হয়েছিল। ❀২০২১-২২ সালে ৫৩২জনের মৃত্যু হয়েছিল।
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জানিয়েছেন তিনবছরে ওড়িশায় সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছিল হাতির হানায়। ঝাড়খণ𒀰্ডে তিনবছরে ২৯১জন মারা গিয়েছিলেন হাতির হানায়। পশ্চিমবঙ্গে মারা গিয়েছিলেন ২৪০জন। অসমে ২২৯জন, ছত্তিশ🎉গড়ে ১৮৩জন, ও তামিলনাড়ুতে হাতির হানায় ১৩২জনের মৃত্যু হয়েছিল।
কর্ণাটক, কেরল, মেঘালয় ও অন্ধ্রপ্রদেওশে ৬৯, ৫৭, ১২ ও ১০জনের হাতির হানায় মৃত্যু হয়েছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিল। এদিকে কেন্দ্রীয় সরকার ‘প্রজেক্ট এলিফ্য়ান্টের’ মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রয়ো✅জনীয় আর্থিক ও টেকনিকা♓ল সহযোগিতা করেছে।
এদিকে মানুষ ও হাতির মধ্যে সংঘাত এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। ൩কোথাও আর্থিক ক্ষতি হলে তার💦 ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি হাতিরা যাতে প্রাকৃতিক পরিবেশে যথাযথভাবে থাকতে পারে তার ব্যবস্থাও করছে সরকার।