শুক্রবার সকাল থেকেই হঠাত্ টুইটার কর্মীদের গণছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করে দিলেন ইলন মাস্ক। টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, টুইটার কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে এই ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে। অনেক টুইটার কর্মীই জানান, হঠাত্ই শুক্রব🎶ার সকাল থেকে সংস্থার ইমেল ব্যবহার করে কর্মী অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, সংস্থার অর্ধেকেরও বেশি কর্মীদের ছাঁটাই কর♐তে পারেন ইলন মাস্ক।
বৃহস্পতিবার সন্ধ্যায়, সমস্ত কর্মচারীদের কাছে একটি ইমেল যায়। তাতে বলা হয় যে, তাঁদের আগামিকাল সকাল ৯ টায় 'চাকরির অবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে'। শুক্রবার সকালেই ইমেল পাঠানো হবে। 'টুইটারে আপনার ভূমিকা' শীর্ষক সেই ইমেলে কর্মীদের চাকরি আছে নাকি নেই, সেই বিষয়ে জানানো হবে। হঠাত্ এক দিনের নোটিশে এমন ছাঁটাইয়ের পরিকল্পনায় হকচকিত সংস্থার কর্মীরা। আরও পড়ুন: ইলন মাস্কের দাবি সত্ত্বেও ৫০% কর্ম♔ী ছাঁটাই করছে টুইটার! পুরোপুরি নিষিদ্ধ 'ওয়ার্ক ফ্রম হোম'
'কর্মীদের পাশাপাশি টুইটার সিস্টেম এবং গ্রাহকের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে, অফিস সাময়িকভাবে বন্ধ করা হবে। সমস্ত ব্যাজ অ্যাক্সেস স্থগিত রাখা থাকবে,' ইম♒েলে এমনটাই বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে, 'আপনি যদি অফিসে থাকেন বা অফিসে যাওয়ার পথে থাকেন, তবে দয়া করে বাড়িতে ফিরে যান।'