স্মৃতি কাক রামচন্দ্রন, সৌভদ্র চ্য়াটার্জি
আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণ বৈধ। কার্যত ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আদালতের এই রায়কে স্বাগত জানি♓য়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য় ১০ শতাংশ সংরক্ষণ প্রমাণ করে যে সংবিধানকে সংশোধন করার জন্য় নরেন্দ্র মোদীর যে উদ্যোগ তা সুচিন্তিত ছিল। কংগ্রেসের দাবি, তা𝓰রাই আগেই এনিয়ে কাজ করেছিলেন। কংগ্রেস জমানার কথা তারা উল্লেখ করেছেন।
শিক্ষাগত প্রতিষ্ঠান ও সরকারি কাজের ক্ষেত্রে EWS দের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যাপারে বিচারপতিদের বেঞ্চের পাঁচজন বিচারপতির মধ্যে তিনজন পক্ষে রায় দিয়েছেন। বিজ𝓀েপির সাধারণ সম্পাদক( সংগঠন) বিএল সন্তোষ টুইট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ইডব্লিউএসের সংরক্ষণের আইনগত বৈধতার পক্ষে রায় দিয়েছে। গরিব কল্যাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় কৃতিত্ব। সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে বড় পদক্ষেপ।
দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, বঞ্চিতদের সংরক্ষণের ক্ষেত্রে মোদী সরক🦹ার যে উদ্যোগ নিয়েছিল তাতেই আইনগত স্ট্যাম্প পড়়ল। এই সিদ্ধান্ত ঐতিহাসিক। কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে ওবিসি বা এসসির অধিকারকে কেড়ে নেওয়া হয়নি। আগের সরকার যেভাবে বঞ্চনার করত সেক্ষেত্রে এবার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ারা সংরক্ষণের আওতায় আসবেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সিনহো কমিশন তৈরি করেছিলেন। সেই রিপোর্ট জমা 🐼পড়েছিল ২০১০ সালে। তারই ফলাফল এই সংশোধন। তবে এই সিদ্ধান্♛ততে স্বাগত জানাচ্ছি।
কংগ্রেস নেতা উদিত রাজ জানিয়েছেন, আমি এই সংরক্ষণের বিরোধী নই, তবে সুপ্রিম কোর্টের আপার কাস্ট মনোভাব দেখে♌ খুব যন্ত্রণা পেয়েছি।