ভারত থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয়। অপরাধে অভিযুক্তদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করুক ব্রিটেন। দিল্লিতে ইন্টারপোলের ৯০তম সাধারণ অধিবেশনে ব্রিটেনের উদ্দেশে এমনই বার্তা দিল ভারত। সেই তালিকায় পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য ও নীরব মোদী, আন্ডারওয়ার্ল্ড ডন ইকবাল মির্চি ও তার পরিবারের মতো নাম রয়েছে।বিজয় মাল্যর প্রত্যর্পণের বিষয়ে ২০২০ সালের এপ্রিলে ব্রিটেনের উচ্চ আদালত ছাড়পত্র দিয়েছিল। কিন্তু 'অজানা' কারণে এখনও তা বাস্তবায়িত হয়নি। ওয়াকিবহাল মহলের দাবি, ব্রিটেন সরকারের কাছে আশ্রয় চেয়েছেন বিজয় মাল্য। ২০২১ সালে ব্রিটেনের এক আদালতে সেই বিষয়ে তাঁর আইনজীবীও নিশ্চিত করেছিলেন।সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এক আধিকারিক জানান, 'ফৌজদারি বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য দ্রুত প্রত্যর্পণ করা দরকার। এই বিষয়ে ব্রিটেনের প্রতিনিধি দলকে জানানো হয়েছে'ভারত নীরব মোদী, সঞ্জয় ভান্ডারী সহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপন করেছে। উভয় মামলাই এখন আদালতে রয়েছে। কিছু সাইবার অপরাধীকে খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়েছে।ভারতীয় আধিকারিকরা এই অধিবেশনে কানাডার প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করেন। সেদেশে বসবাসকারী বেশ কয়েকজন খালিস্তানি সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করা হয়েছে। বিদেশের মাটি থেকে ক্রমাগত উষ্কানি, চরমপন্থী প্রচার চালানোর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। পঞ্জাবে বিচ্ছিন্নবাদী বার্তা পাঠানো হচ্ছে কানাডার মাটিতে বসে। অন্টারিওতে আগামী মাসে গণভোটেরও আয়োজন করেছে তারা।যুবসমাজকে অনলাইনে চরমপন্থী ব্রেনওয়াশ, অস্ত্র, মাদক ও বিস্ফোরকের চোরাচালানের সঙ্গে জড়িত এই অভিযুক্তরা।গত সপ্তাহে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কানাডা সরকারকে অন্টারিও-র ৬ নভেম্বরের খালিস্তান গণভোট' বন্ধ করতে বলেন। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন 'শিখ ফর জাস্টিস (SFJ) এই উষ্কানিমূলক কার্যক্রমে জড়িত।এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুন এই খালিস্তান গণভোট পরিচালনা করছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান তার।ভারত সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে পান্নুনকে ইতিমধ্যেই সন্ত্রাসী বলে ঘোষণা করেছে।সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই চার দিনের ইন্টারপোল সম্মেলনের আয়োজন করেছিল। সম্মেলনে মার্কিন আধিকারিকদের সঙ্গেও বৈঠক হয়।মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, বাংলাদেশ, ওমান, নিউজিল্যান্ড, ভুটান, নামিবিয়া, বাহরাইন, সার্বিয়া, মালয়েশিয়া এবং মঙ্গোলিয়া সহ মোট ২২টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতীয় আধিকারিকরা। এর মধ্যে ১৪টি দেশ অবশ্য ভারতের কাছেই প্রত্যর্পণের অনুরোধ করেছে।