৪৩, ৭৫৪ꦆ কোটি টাকা দিয়ে রিলায়েন্স জিও-র ৯.৯ﷺ৯ শতাংশ মালিকানা কিনলেন মার্ক জুকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, কী ভাবে এতে উপকৃত হবেন ভারতের সাধারণ মানুষ।
ফেসবুকে পোস্টে তিনি বলেন যে রিলায়েন্স জিও ও তাঁর সংস্থা মিলে ভারতের ছয় কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে প্রযুক্তিগত সাহায্য পৌঁছে দিতে পারবে🦩♔ন। এই সমস্ত সংস্থাগুলির নিজেদের ব্যবসা বাড়ানোতে সাহায্য করবেন তাঁরা।
রিলায়েন্স জিও-তি ফেসবুকের যা লগ্নি, তা ভাꦗরতে সবচেয়ে বেশি অঙ্কের এফডিআই। সংখ্যালঘু অংশীদারিত্বের জন্য এর আগে কোনও তথ্যপ্রযুক্তি সংস্থা এত টাকা ঢালেনি।
দুই সংস্থার দাবি, ক্ষুদ্র ব্যবস✨ায়ীরা লাভবান হবেন এর মাধ্যমে। ভারতে যে ছয় কোটি ছোটো ব্যবসায়ী আছে তাদের টার্গেট করছে এই দুই সংস্থা। অসংগঠিত ক্ষেত্রে যে কৃষক ও শ্রমিকরা কাজ করেন তারা যাতে নিকটবর্তী মুদির দোকানে মাল পৌঁছাতে পারেন, সেটি নিশ্চিত করতে চায় জিও ও ফেসবুক। হোয়াটসঅ্যাপের সাহায্যে জিও মার্টের দ্বারা এই পরিষেবা ও পণ্য পৌঁছে দিতে চায় সংস্থাগুলি।
মূলত হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে এই টাকা লেনদেন হবে। অর্থাত্ সাপ্লাই চেইন গড়ে দেবে রিলায়েন্স, টেলিকম সাপোর্টও দেবে তারা। অন্যদিকে হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে সহজেই হবে টাকা আদানপ্রদানের কাজ। এভাবেই দ🍸ুই জনপ্রিয় ব্র্যান্ড হাত মিলিয়ে আর্থিক স্বচ্ছলতা আনতে চায় ভারতের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের মধ্যে।