Covid-19 এ পর্যন্ত বিদেশে ম🍸ারা গিয়েছেন ১৫ জন ভারতীয়। এঁদের মধ্যে আমেরিকায় মৃত্যু হয়েছে ৬ জনের, ইতালিতে ৫, সৌদি আরবে ২ এবং ইরান ও মিশরে একজন করে। দেহগুলি ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলেছে এবং তার পাশাপাশি অনাবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঘনিয়েছে।
বিদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বেশ൩ি করোনা সংক্রমণের শিকার হয়েছেন ইরানের কোম শহরে বসবাসকারী ভারꩵতীয়রা। ভারতীয় মিশনের উদ্যোগে এই শহরে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।
ইতিমধ্যে চিন, জাপান, ইরান ও ইতালিতে থাকা আড়াই হাজারে♈র চেয়ে বেশি ভারতীয়কে কয়েক দফায় উদ্ধার করে দ𝓡েশে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার।
গত সপ্তাহে বিশ্বের🥀 বিভিন্ন দেশের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৭৫ মিনিটের এই বৈঠকে বিদেশে থাকা ভারতীয়দেꦏর দেশে ফেরাতে দূতাবাস প্রধানদের ভূমিকা সম্পর্কে প্রশংসা করেন নমো। এ ছাড়া প্রবাসী ভারতীয়দের সাহায্যে দূতাবাস কর্মীদের সহায়তার উল্লেখ করেও প্রশংসা করেন প্রধꦓানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ🌄্গে এই বৈঠকে যোগ দেন বেজিং, ওয়াশিংটন ডি সি, তেহরান, রোম, বার্লিন, কাঠমান্ডু, আবু ধাবি, কাবুল, মালে ও সিওলে বহাল ভারতীয় রাষ্ট্রদূতরা। তাঁরা প্রধানমন্ত্রীকে বিদেশে ভারতীয়দের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানান।
ইউরোপের পরে এই মুহূর্তে করোনা সংকটের কেন্দ্রবিন꧂্দু হয়ে উঠেছে আমেরিকা। সে দেশে এখনও পর্যন💜্ত Covid-19 এ মারা গিয়েছেন ৭০০০ এর বেশি মানুষ।
২০১৯ সালের শেষে চিনের উꦍহান শহর থেকে ছড়িয়𝐆ে পড়া করোনাভাইরাস সংক্রমণে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বজুড়ে ১১ লাখ মানুষ। মারা গিয়েছেন প্রায় ৬০ হাজার।