বাজেট ২০২০-র ভাষণ পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্🌌মলা সীতারমন। তাতে বিলগ্নিকরণের একাধিক পথ দেখিয়েছেন তিনি। সরকারের ঘাড়ের ওপর থেকে আর্থিক দায় হঠাতে ব্যাপক বিলগ্নিকরণের পথে হাঁটার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। এবার জীবন বিমা নিগম (LIC)-তে নিজেদের সত্ত্বের একাংশ বিক্রি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সীতারমণ তাঁর বাজেট ভাষণে জানিয়েছেন, ‘LIC-তে সরকারের সত্ত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সমস্যার হাতে বিতরণযোগ্য টাকার সমস্যা মেটাতে প্রক্রিয়া তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। সেজন্য সরকা🍃রের মালিক𝔍ানার অংশ বাজারে শেয়ার হিসাবে ছাড়বে কেন্দ্রীয় সরকার।
আমানত ও বিমার ক্ষেত্রে এখনো দেশে সব থেকে আস্থাভাজন LIC. মূলধন ব⛦ৃদ্ধি হোক বা অꦅবসরকালীন আমানত, LIC-তে ভরসা করেন অধিকাংশ দেশবাসী। কেন্দ্রের সিদ্ধান্ত সাধারণ মানুষের আস্থায় দোলা দিতে পারে কি না, সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।