বাজেট ২০২০-র ভাষণ পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাতে বিলগ্নিকরণের একাধিক পথ দেখিয়েছেন তিনি। সরকারের ঘাড়ের ওপর থেকে আর্থিক দায় হঠাতে ব্যাপক বিলগ্নিকরণের পথে হাঁটার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। এবার জীবন বিমা নিগম (LIC)-তে নিজেদের সত্ত্বের একাংশ বিক্রি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।সীতারমণ তাঁর বাজেট ভাষণে জানিয়েছেন, ‘LIC-তে সরকারের সত্ত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সমস্যার হাতে বিতরণযোগ্য টাকার সমস্যা মেটাতে প্রক্রিয়া তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। সেজন্য সরকারের মালিকানার অংশ বাজারে শেয়ার হিসাবে ছাড়বে কেন্দ্রীয় সরকার। আমানত ও বিমার ক্ষেত্রে এখনো দেশে সব থেকে আস্থাভাজন LIC. মূলধন বৃদ্ধি হোক বা অবসরকালীন আমানত, LIC-তে ভরসা করেন অধিকাংশ দেশবাসী। কেন্দ্রের সিদ্ধান্ত সাধারণ মানুষের আস্থায় দোলা দিতে পারে কি না, সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।