বকেয়া জিএসটি নিয়ে বারংবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরই মাঝে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, 'কোনও রাজ্যেরই জিএসটি ক্ষতিপূরণ বকেয়া নেই।' পাশাপাশি বাংলার নাম না নিয়েই তাঁর আরও দাবি, কিছু রাজ্য অ্যাকাউন্টেন্ট জেনারেলের রিপোর্ট জমা দেয়নি। গতকাল সংসদে সীতারামন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ২০১৯-২০ অর্থবর্ষ, ২০২০-২১ অর্থবর্ষ, ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে এজির সার্টিফিকেট এসে পৌঁছায়নি। তাই জিএসটির বকেয়া টাকা ছাড়া হয়নি। (আরও পড়ুন: ফিরহ🤡াদ-মলয়দেরℱ নিয়ে বিস্ফোরক তাপস পালের পরিবার, অভিযোগ খোদ মমতাকে নিয়েও)
গতকাল রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন বলেন, দেশের কোনও রাজ্যের জিএসটি এক পয়সাও বকেয়া নেই। তবে অনেক রাজ্য অ্যাকাউন্টেন্ট জেনারেলের ছাড়পত্রের রিপোর্ট জমা দেয়নি। তাই আইন মেনেই ওই সব রাজ্যগুলির টাকা ছ🍰াড়া হয়নি। এজি-র রিপোর্ট না দেওয়া রাজ্যের তালিকায় যে পশ্চিমবঙ্গও আছে, তা জানিয়ে দেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, গত চার বছরে একবারও এজির রিপোর্ট দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। নির্মলা বিষয়টি নিয়ে বলেন, 'বকেয়া জিএসটি নি🔴য়ে যে দাবি করা হয়, তা সঠিক নয়। যদি রাজ্যের এজির সার্টিফিকেট আমাদের কাছে না আসে, তাহলে আমরা বকেয়া মিটিয়ে দিতে পারি না। আবার এজির সার্টিফিকেট এসে পৌঁছালেও কোনও কোনও রাজ্য আমাদের বলে যে যতক্ষণ না তারা বলছে, ততক্ষণ যেন বকেয়া টাকা না দেওয়া হয়।'
আরও পড়ুন: জট কাটল শান্তিনিকেতনের পৌষ মেলার দিনক্ষণ নিয়ে, বৈঠকেই আবার 🔜'🔴চিড়' ধরল তৃণমূলে?