বিমানের একটি ইঞ্জিনে আগুনের শিখা। আবুধাবি বিমানবন্দরে ফিরে এল ꩵআবুধাবি-কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। যে বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে খবর। সব যাত্রীই সুরক্ষিত আছেন বলে এয়🐷ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে।
ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, আবুধাবি বিমানবন্দর থেকে ওড়ার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানের (আইএক্স ৩৪৮) প্রথম ইঞ্জিনে আগুনের শিখা দেখতে পܫান এক পাইলট। সেইসময় বিমানটি ১,০০০ ফুট উচ্চতায় ছিল। বিমানের অভিমুখ ঘুরিয়ে আবুধাবি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলটরা। সেইমতো সুরক্ষিতভাবেই আবুধাবি এয়ারপোর্টে অবতরণ করেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান।
বিষয়টি নিয়ে শুক্রবার এয়ার ইন্ডিয়া 🥀এক্সপ্রেসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে আগুনের শিখা দেখা যাওয়ায় আবুধাবি থেকে কালি😼কটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আবধুাবি বিমানবন্দরে ফিরে আসে। সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করেছে এবং সব যাত্রী সুরক্ষিত আছেন।’ যে বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন বলে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রকের তরফে জানানো হয়েছে।
দিনকয়েক আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। আধিকারিকরা জানিয়েছিলেন, গত ২৩ জানুয়ারি ওড়ার ৪৫ মিনিট পরে ত্রিবান্দ্রম বিমানবন্দরে ফিরে এসেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। যে বিমানের 'ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম'-এ গোলযোগ ধরা পড়েছিল। তারইমধ্যে গত ডিসেম্বরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে সাপ ধরা পড়েছিল। কালিকট থেকে ওই বিমান উড়েছিল। দুবাই বিমানবন্দরে অবতরণের পর ওই বিমাಌনে একটি সাপ মিলেছে বলে দাবি করেছিলেন কর্মীরা। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল ডি♛জিসিএ।
আরও পড়ুন: Snake found inside plane: ভারতীয় বিমানের💎 মধ্যে সাপ! ধরা পড়ল অবতরণের পর, তদন্তের নির্দেশ DGCA-র
বিমানে যান্ত্রিক গোলযোগ
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ২০২২ সালে ভারতে বিভিন্ন বিমানে মোট ৫৪৬ টি যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সেই তালিকার শীর্ষে আছে ইন্ডিগো (২১৫ টি)। তারপর আছে যথাক্র♛মে স্পাইসজেট (১৪৩ টি) এবং ভিস্তারা (৯৭ টি)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )