ইরানে হিজাব ইস্যুতে কার্যত প্রতিবাদের ঝড় থামার নাম নিচ্ছে না। প্রতি নিয়তই সেখানে সাধারণ মানুষ থেকে সেলেবরা যোগ দান করছেন এই হিজাব বিরোধী প্রতিবাদে। হিজাবের প্রতিবাদে সেদেশের তরুণী মাহাসা আমিনিকে ইরানের নীতি পুলিশ খুন করেছে, এমন দাবিতে সরব হয়ে গোটা ইরানে প্রতিবাদের ঝড়। সেই আন্দোলনে এবার জুড়ল ১৬ বছরের এই কܫিশোরীর নামও। স🌃ে কোনও মতেই দেশের একনায়কতন্ত্রী নেতা আয়াতুল্লা খামেনির প্রশংসায় গান গাইতে রাজি হয়নি, আর তাতেই তার মৃত্যু।
উল্লেখ্য, ইরানের নীতি পুলিশ মাহাসাকে গ্রেফতার করে, তাকে হেফাজতে নিয়ে মারধর করে খুন করে বলে অভিযোগ ছিল। ইরান পুলিশ দাবি করেছে, মাহাসা অসুস্থতার জেরে মারা গিয়েছে। এদিকে তা মানতে 🐼রাজি নয় প্রতিবাদের আগুনে জ্বলে ওঠা ইরান। এদিকে, বিবিসির একটি রিপোর্ট বলছে, ইরানের আরদাবিলের শাহিদ গার্লস হাইস্কুলে এক কিশোরী কিছুতেই দেশের একছত্র নেতা আয়াতুল্লা খামিনিকে প্রশংসা করে গান গাইতে চাইছিল না। সেই সময় স্কুলে তল্লাশিতে আসে নীতি পুলিশ♒। আর সেই মেয়েটিকে মারধর করে। পরে জানা গিয়েছে ওই কিশোরী নিহত হয়েছে। মৃতের নাম আসরা পাহানি। ফলে মাহাসাতের তালিকায় এবার জুড়ে গেল আসরার নামও। যারা হিজাবের প্রতিবাদ করে আন্দোলনে সামিল হয়ে মৃত্যুর মুখ ঢলে পড়েছেন। হিজাব বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ইরানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খামেনির প্রশাসন শক্ত হাতে তা দমন করছে বলেও খবর।
উল্লেখ্য, মাহাসা আমিনি হিজাব পরেননি বলে তাঁকে গ্রেফতার করে হত্যা করা হয়েছিল। পরে মাহাস🎶ার মৃত্যুর পর সাধারণের সঙ্গে বহু সেলেবও ইরানে এই প্রতিবাদে যোগ দেন। এদিকে, সদ্য সিঙ্গাপুরে আয়োজিত এক 🌞অনুষ্ঠানে ইরানের এক অ্যাথলিটকে হিজাব না পরে অংশ নিতে দেখা যায়। পরে জানা গিয়েছে, সেই অ্যাথলিটের খোঁজ মিলছে না নতুন করে। গোটা ঘটনা ঘিরে রহস্যের ঘনঘটা রয়েছে বলে খবর।