প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দলে ধরে রাখতে ব্যর্থ হল কংগ্রেস। লোকসভা নির্বাচনের মাসকয়েক আগে কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে শতাব্দীপ্রাচীন দল ছেড়ে🃏 দিচ্ছেন। সেইসঙ্গে বিধায়ক হিসেবেও ইস্তফা দিয়েছেন তিনি। বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। এরপর কী করবেন, সে বিষয়ে অশোক নিজে কোনও উচ্চবাচ্য না করলেও রাজনৈতিক মহলে তুমুল জল্পনা চলছে যে বিজেপিতে যোগ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তনꦅ মুখ্যমন্ত্রী। আর সেই জল্পনা বাড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'অন্যান্য দলের অনেক নেতারাই বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। আগে আগে দেখিয়ে হোতা হ্যা কেয়া (আগামিদিনে কী কী হয়, সেটা শুধু দেখতে থাকুন)।'
যদি শেষপর্যন্ত সেটাই হয় এবং বিজেপিতে যোগ দেন অশোক, তাহলে তা কংগ্রেসের জন্য জোরদার ধাক্কা হবে। কারণ সম্প্রতিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন দুই বর্ষীয়ান নেতা মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকি। একনাথ শিন্ডের শিবসেনার দিকে হেঁটেছেন মিলিন্দ। আর অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, বাবার ছেলে জিশানও একই পথে হাঁটতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। বান্দ্রা ইস্টের কংগ্রেস বিধায়ক অবশ্য নিজে দাবি করেছেন যে দল পালটাবেন🍎 না তিনি। আবার একইসঙ্গে এটাও বলেছেন যে তাঁর সঙ্গে ‘ছেলের মতো আচরণ করেছেন’ অজিত।
অশোক চৌহানের ইতিবৃত্ত
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে হলেন অশোক। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প𝓀দে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও মধ্য মহারাষ্ট্রের যে নান্দেড জেলার ছেলে তিনি, সেখানে তাঁর যথেষ্ট প্রতিপত্তি আছে। সেই পরিস্থিতিতে লোকসভা ভোটে যে কংগ্রেস ধাক্কা খাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: I𒁃ncome of BJP: কংগ্রেসের থেকে ৭ গুণ আয় বেড়েছে বিজেপির, হেলিকপ্টার ভাড়ায় খরচ কিন্তু কমেছে