আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তবে নির্বাচনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ইমরান খানের দলের অধিকাংশ নেতার মনোꦍনয়ন পত্রই বাতিল করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে ইমরান খানের দলের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: সামরিক আদালতে করা যাবে 𓂃না সাধারণের বিচার, সুপ্রিম রায়ে স্বস্তিতে ইমরান সমর্থকরা
তোষাখানা দুর্নীতিসহ একাধিক দুর্নীতি মামলায় গত অগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। প্রাক্তন ক্রিকেট তারকাকে দোষী সাব্যস্ত করে আদালত। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসি🐻পি) দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাঁকে পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে। পাকিস্তান তেহরিক ই ইনসাফ গত সপ্তাহে ইমরান খানের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে সেই মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ইমরান খান সহ পিটিআইয়ের প্রায় সব জাতীয় ও প্রাদেশি♌ক নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র রওফ হাসান বলেন, ‘আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
তিনি জানিয়েছেন, তাদ🐷ের দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই তাদের বাধা দিতে একটি এজেন্ডার অংশ হিসাবে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই পিটিআই রাজনৈতিক মাঠ ছাড়বে না এবং নির্বাচন বয়কট করবে না।