রাজস্থানের যোধপুর জেলের এক ৩২ বছর বয়েসি বন্দির গুহ্যদ্বার থꩵেকে পাওয়া গেল ৪টি মোবাইল ফোন। পেটে অসহ্য ব্যথা হওয়ায় বারমেরের বাসিন্দা ওই বন্ﷺদিকে হাসপাতালে নিয়ে গেলে গুহ্যদ্বারে লুকিয়ে রাখা ফোনগুলি উদ্ধার হয়।
যোধপুর কেন্দ্রীয় কারাগারের সুপার কৈলাস ত্রিবেদি জানিয়েছেন, শুক্রবার দেবা রাম নামে গত দেড় বছর ধ🔴রে জেলের বাসিন্দা ওই বন্দি অসহ্য ব্যথায় ভুগতে শুরু করেন। জেরায় তিনি গুহ্যদ্বারে মোবাইল ফোন লুকিয়ে রাখার কথা স্বীকার করেন দেবা রাম। সঙ𒈔্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক্স-রে ও সোনোগ্রা🦄ফি পরীক্ষায় চিকিৎসকরা তার গুহ্যদ্বারের ভিতরে প্লাস্টিকে মোড়া ৪টি ছোট মোবাইল ফোন সেট দেখতে পান। অস্ত্রোপচারের সাহায্যে ফোনগুলি বন্দির দেহ থেকে বের করা হয়। আপাতত তিনি সুস্♛থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে জেলের ভিতরে কী ভাব💫ে তাঁর কাছে মোবাইল ফোন পৌঁছাল, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন জেলকর্তারা।
জানা গিয়েছে, অস্বাভাবিক অপ♕রাধে জড়িত থাকার শাস্তি হিসেবে কারাদণ্ড হয় দেবা রামের। 🌞;