প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে অনেক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। এই আবহে বিদেশই বিনিয়োগের হার যেমন বাড়ানো হয়েছে, তেমনই প্রতিরক্ষা খাতে বহু সামগ্রির আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এꦅই আবহে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার জানান, প্রতিরক্ষা উত্পাদন খাতে স্বনির্ভরতা বাড়াতে আরও একধাপ এগিয়েছে ভারত। রাজনাথ এফআইসিসিআই-এর একটি অনুষ্ঠানে জানান, ফ্রান্স সরকার কৌশলগত অংশীদারিত্ব মডেলের অধীনে ভারতে যৌথভাবে বিমানের ইঞ্জিন তৈরি করতে সম্মত হয়েছে।
রাজনাথ সিং বলেন, ‘একটি বড় ফরাসি কোম্পানি ভারতে একটি ইঞ্জিন তৈরি করবে। এর আগে এখনও পর্যন্ত দেশে এই ধরনের ইঞ্জিন তৈরি হয়নি। একটি ভারতীয় সংস্থার সহযোগিতায় এই ইঞ্জিন তৈরি হবে।’ তবে এই বিষয়ে বিশদ তথ্য দেননি প্রতিরক্ষা মন্ত্রী। উল্লেখ্য, ভারতীয় যুদ্ধবিমানগুলিতে এখনও বিদেশ থেকে আমদানি করা ইঞ্জিন লাগানো হয়। এই একটি ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে ভারত। তাই ভারত♕ে বিমানের ইঞ্জিন তৈরি শুরু হলে তা ভারতের জন্য এক বড় ধাপ 🙈হবে।
রাজনাথ সিং যে কৌশলগত অংশীদারিত্বের যে মডেলটির উল্লেখ করেছেন তা দেশের প্রতিরক্ষা ক্রয় পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের মেক ইন ইন্ডিয়া পরিকল্পনায় এটা খুবই গুরুত্বপূর্ণ। এর লক্ষ্য দেশে উচ্চ-সম্পদ সামরিক প্রযুক্তি আনা, এবং উন্নত প্ল্যাটফর্ম তৈরির জন্য ভারতীয় কোম্পানি এবং বিদেশী সামরিক ঠিকাদারদের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা। সরকারের বর্তমান সংস্কারগুলি ভারতীয় প্রতিরক্ষা এবং মহাকাশ খাতকে ২০৪৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন টাকার টার্নওভারে পরিণত করতে সাহায্য করবে। বর্তমান এর পরিমাণ ৮৫০ বিলিয়ন টাক🥂া।