প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ নভেম্💙বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে বুধবারই সিলমোহড় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছে সরকার। এই আকারের প্রকল্পের জন্য কত খরচ করছে কেন্দ্র? এই তথ্যই সামনে এল এবার। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা খাতে কেন্দ্রের খরচ হবে ৬৭ হাজার কোটি টাকারও বেশি।
আগামী পাঁচ মাসের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানোয় কেন্দ্রের খরচ হচে চলেছে ৬৭,২৬৬.৪৪ কোটি টাকা। এই খরচ শুধুমাত্র আগামী পাঁচ মাসের। এর মধ্যে পরিবহণ খাতে খরচ হতে চলা ৩,২৩৪.৮৫ কোটি টাকাও ধরা হয়েছে। বাজেটে ঘোষিত খাদ্য সুরক্ষার﷽ জন্যে বরাদ্দ অর্থ বাদে এই খরচ হবে। কেন্দ্রের আশা, গ্রামীণ ভারতের ৭৫ শতাংশ জনগণকে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৮১.৩৫ কোটি উপভোক্তা রয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় আগামী পাঁচ মাসে ২০৪ লক্ষ টন খাদ্যশস্য বিলি করা হবে। গম এবং চাল বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের উপর। খাদ্য মন্ত্রকের সচিব জানিয়েছেন, ২০২০ সাল থেকে🦩 চালু হওয়া এই প্রকল্পের অধীনে গত ১৫ মাসে মোট ৩ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। ৬ কোটি টন খাদ্যশস্য দেওয়া হয়েছে উপভোক্তাদের।