রান্নার গ্যাস থেকে শুরু করে প্রেসক্রিপশনের ওষুধ। এমনকি সোনার গহনা বিক্রির ক্ষেত্রেও জারি হয়েছꦅে নতুন🥀 নিয়ম। এক নজরে দেখে নিন ১ এপ্রিল ২০২৩ থেকে ঠিক কী কী পরিবর্তন হচ্ছে।
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থব♛র্ষ। এদিন থেকে বেশ কিছু নয়া নিয়ম কার্যকর হবে। সেই তালিকায় রয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে প্রেসক্রিপশনের ওষুধ। এমনকি সোনার গহনা বিক্রির ক্ষেত্রেও জারি হয়েছে নতুন নিয়ম। এক নজরে দেখে নিন ১ এপ্রিল ২০২৩ থেকে ঠিকꦇ কী কী পরিবর্তন হচ্ছে।
এক্সপ্রেসওয়ে টোল ৩.৫% থেকে ৭% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুসারে, কম দূরত্বের জন্য অতিরিক্ত ১০% সারচার্জও আরোপ করা হতে পারে। মহারাষ্ট্রে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের টোল ১৮% বৃদ্ধি পেতে পারে।
বেতনভোগী বেসরকারী কর্মীদের জন্য, ছুটি নগদকরণের(LTA) উপর কর অব্যাহতি বৃদ্ধি করা হবে। ২০২৩ সালের বাজেটের অধীনে ক্যাপ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হবে।
PPI-এর মাধ্যমে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ১.১% ইন্টারঅপারেবিলিটি চার্জ নেওয়া হবে। সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুই ব্যক্তির মধ্যে UPI পেমেন্টের জন্য কোনও অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
এলপিজি সিলিন্ডারের দাম ১ এপ্রিল থেকে বাড়তে পারে। পেট্রোলিয়াম প্রদানকারীরা FY24-এর শুরুতে তাদের দাম আপডেট করবে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১ এপ্রিল থেকে বেশ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা অনেকের।
নতুন যানবাহনের জন্য আরও কঠোরভাবে BS6 ফেজ 2 নির্গমনের নিয়ম মেনে চলতে হবে। এর ফলে মূল্য বৃদ্ধি হতে পারে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখন ৩০ লক্ষ টাকার সর্বোচ্চ বিনিয়োগের উর্ধ্বসীমা প্রযোজ্য হবে।
মাসিক আয়ের স্কিমে পরিবর্তন আসছে। সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে জয়েন্ট অ্যাকাউন্টের জন্য বিনিয়োগ বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে।
১ এপ্রিল থেকে, Debt মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্পমেয়াদী মূলধন লাভ(short term capital gains)-এর কর আরোপ করা হবে। এই পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর সুবিধা থেকে বঞ্চিত হবেন।
৫ লক্ষ টাকার উপর বার্ষিক প্রিমিয়ামের জীবন বিমা পলিসি থেকে প্রাপ্ত আয় করযোগ্য হবে।